হোম /খবর /কলকাতা /
নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা মামলায় আদালতে তুমুল তরজায় কেন্দ্র-রাজ্য আইনজীবীরা

Nisith Pramanik: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা মামলায় আদালতে তুমুল তরজায় কেন্দ্র-রাজ্য আইনজীবীরা

নিশীথ কনভয় হামলা মামলায় তোলপাড় আদালত!

নিশীথ কনভয় হামলা মামলায় তোলপাড় আদালত!

Nisith Pramanik: নিশীথ প্রামাণিক কনভয় হামলার মামলায় তীব্র বাকবিতণ্ডায় জড়ালেন রাজ্য ও কেন্দ্রের আইনজীবীরা।

  • Share this:

কলকাতা : নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগে শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলায় কেস ডায়েরি তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কোচবিহারে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে মামলার তথ্য লোকানোর অভিযোগ উঠেছে আদালতে। চলতি সপ্তাহেই কেস ডায়েরি পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চে।

নিশীথ প্রামাণিক কনভয় হামলার মামলায় তীব্র বাকবিতণ্ডায় জড়ালেন রাজ্য ও কেন্দ্রের আইনজীবীরা। শুভেন্দু অধিকারী আর কেন্দ্রীয় সরকারের একই আইনজীবী, একই কথা বলছেন আদালতে, অভিযোগ রাজ্যের আইনজীবী সম্রাট সেনের। রাজ্যের আইনজীবী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে সওয়াল করছেন। পাল্টা সরব ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য।

আরও পড়ুন: 'বাইসেপ-ট্রাইসেপ এমনিতেই হয়ে যাবে...' নিয়োগ দুর্নীতি মামলার নথি নিয়ে তীব্র কটাক্ষ বিচারপতির!

নিশীথের কনভয় হামলায় মোট ৩টি এফআইআর দায়ের হয়েছে। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে এফআইআর সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃত ভাবে লোকানো হয়েছে আদালতের কাছে, অভিযোগ ডেপুটি সলিসিটর জেনারেলের।

কনভয় হামলায় রাজ্যের রিপোর্ট বলছে, "কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের ওপর হামলার ঘটনায় কার্যত ক্লিনচিট দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থকদের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনহাটা পৌঁছে যাওয়ার পর অজ্ঞাত কারণে বুরিহাটের দিকে ফিরছিলেন। তারপর ইচ্ছাকৃতভাবে তৃণমূল পার্টি অফিসের দিকে কনভয় এগিয়ে যাচ্ছিল'- রিপোর্ট দিয়ে জানিয়েছেন কোচবিহার পুলিশের এএসপি।

আরও পড়ুন: সিঁদুর,টোপর, রজনীগন্ধা...! কলকাতার মন্দিরে 'গোপনে' সাত পাকে বাঁধা পড়লেন YouTuber মনোজ দে! কনেটি কে?

তৃণমূল সমর্থকেরা পুলিশের পিছনে ছিল। বিজেপি সমর্থকেরা তৃণমূল সমর্থকদের নানা ভাবে উত্তেজিত করে বলেও রিপোর্টে দাবি। একইসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, "বিজেপি সমর্থকদের হাতে লাঠি, হকি স্টিক, ধারাল অস্ত্র ছিল। হটাৎ বিজেপি সমর্থকেরা লাঠি, ঢিল ছুড়তে শুরু করে তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে। এখনও পর্যন্ত কোনও বোমা মারার প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ ভিড় কমাতে 'stun grenades' ব্যবহার করেছিল। তার শব্দ শুনে থাকতে পারে মানুষ।

'মামলাকারী শুভেন্দু অধিকারীর এই মামলা করার আসল উদ্দেশ্য ঘটনার রহস্যভেদ করা নয়। উদ্দেশ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলকে দমন করার চেষ্টা চলছে, এটা দেখানোর চেষ্টা করেছেন মামলাকারী।'

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Calcutta High Court, Nisith Pramanik