Bengali Youtuber Wedding: সিঁদুর,টোপর, রজনীগন্ধা...! কলকাতার মন্দিরে 'গোপনে' সাত পাকে বাঁধা পড়লেন YouTuber মনোজ দে! কনেটি কে?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
গত ১৫ মার্চ কলকাতার কালী মন্দিরে বিয়ে করলেন ইউটিউবার মনোজ ও জ্যোতি। দুজনেই গোপনে সেরে ফেললেন বিয়ে। দীর্ঘদিনের ভালোবাসার মধুর পরিণতি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে বিয়ের কথা ঘোষণা করেছেন মনোজ ও জ্যোতি।
গার্লফ্রেন্ড জ্যোতি শ্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বিখ্যাত ইউটিউবার মনোজ দে। দীর্ঘদিনের বান্ধবী জ্যোতি শ্রীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেওয়ার পাশাপাশি ৪০ লাখ সাবস্ক্রাইবারের এই জনপ্রিয় ইউ টিউবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও এবং একটি ছবি পোস্ট করেছেন। দু'জনের অনুরাগীরাই অভিনন্দন ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে তাঁদের সোশ্যাল পাতা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement