তৃণমূলের বিধায়ক, সাংসদরা দিদির দূত হিসেবে যেখানেই যাচ্ছেন, বকাঝকা খেতে হচ্ছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''আমরা তো বলেই দিয়েছিলাম একবার যান, মানুষের চোখে চোখ রাখুন, বুঝতে পারবেন মানুষের মনের মধ্যে কী চলছে। কেন্দ্রের হাজার হাজার কোটি পাঠানো টাকা লুঠ করেছেন ওঁরা। নিজেদের বাড়ি গাড়ি করেছেন। ছেলেমেয়েদের বাইরে পড়াচ্ছেন। বউয়ের গয়না গড়ে দিয়েছেন। সাধারণ মানুষের আবাস যোজনার টাকা, সড়ক যোজনার টাকা, একশো দিনের কাজের টাকা সব লুট করেছে তৃণমূলের নেতারা।''
advertisement
আরও পড়ুন: ১৭ ঘণ্টা পর শিয়ালদহে পৌঁছল রাজধানী এক্সপ্রেস! কী হয়েছিল ঠিক? কারণ শুনলে শিউরে উঠবেন
দত্তপুকুরে রাজ্যের মন্ত্রীর সামনে দিদির দূতের হাতে আক্রান্ত বিজেপি কর্মী। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''এই যদি দিদির দূত হয়, দূত বলে কিছু নেই, সব গুন্ডা, সমাজ বিরোধী। সমাজ বিরোধীরাই আজ দিদির পাশে আছে, টিএমসিকে চালাচ্ছে।''
আরও পড়ুন: হাওড়া ব্রিজের উপরই ব্যক্তিকে ঘিরে ধরলেন গোয়েন্দারা, যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের
ভুয়ো চাকরি প্রার্থী ধরা পড়েছে এপিসি ভবনে। এই প্রসঙ্গেও মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তিনি বলেন, ''সরকারি অফিস গুলো চলছে টাকা নেওয়া দেওয়ার জন্য। নবান্ন থেকে অন্যান্য অফিসে চিঠি নিয়ে যান, কিন্তু নেওয়ার লোক নেই। টাকা প্রকাশ্যে লেনদেন হচ্ছে। লোকও জেনে গেছে টাকা ছাড়া কিছুই হবে না।''