TRENDING:

Dilip Ghosh Amartya Sen: 'দিদিকে নিয়ে সেই স্বপ্নটা দেখছেন উনি', দিলীপের নিশানায় অমর্ত্য সেন! কোন স্বপ্ন?

Last Updated:

Dilip Ghosh Amartya Sen: বিজেপিকে হারাতে গেলে আঞ্চলিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে দাবি করেছেন অমর্ত্য সেন। এ প্রসঙ্গে দিলীপ বলেন, ''উনি বোধ হয় ভারতবর্ষের কোথায় কী হচ্ছে, খোঁজ রাখেন না।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রবিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন শনিবারই বলেছেন, প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ পাল্টা এদিন বলেন, ''নিজের নিজের রাস্তা সাফ করছেন সবাই। প্রধানমন্ত্রী হতে গেলে সিট লাগে। পশ্চিমবঙ্গের বাইরে টাকার থলি নিয়ে ঘুরে ঘুরেও একজনকেও জেতাতে পারলেন না, পঞ্চায়েতেও জেতাতে পারলেন না। অমর্ত্য সেনকে জিজ্ঞাসা করা উচিত, যারা দিদির পাশে ছিলেন তাঁরা কেউই নেই। অমর্ত্য সেনদের পুরোনো যে অভ্যাসটা মোদিকে সরিয়ে অন্য কাউকে বসাবেন। দিদিকে নিয়ে সেই স্বপ্নটা দেখছেন উনি।'' বিজেপিকে হারাতে গেলে আঞ্চলিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে দাবি করেছেন অমর্ত্য সেন। এ প্রসঙ্গে দিলীপ বলেন, ''উনি বোধ হয় ভারতবর্ষের কোথায় কী হচ্ছে, খোঁজ রাখেন না। থাকেন তো অনেক দূরে। কোন কোন আঞ্চলিক পার্টি আছে এবং কী অবস্থায় আছে, খোঁজ নিন উনি।''
অমর্ত্যকে নিশানা দিলীপের
অমর্ত্যকে নিশানা দিলীপের
advertisement

তৃণমূলের বিধায়ক, সাংসদরা দিদির দূত হিসেবে যেখানেই যাচ্ছেন, বকাঝকা খেতে হচ্ছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''আমরা তো বলেই দিয়েছিলাম একবার যান, মানুষের চোখে চোখ রাখুন, বুঝতে পারবেন মানুষের মনের মধ্যে কী চলছে। কেন্দ্রের হাজার হাজার কোটি পাঠানো টাকা লুঠ করেছেন ওঁরা। নিজেদের বাড়ি গাড়ি করেছেন। ছেলেমেয়েদের বাইরে পড়াচ্ছেন। বউয়ের গয়না গড়ে দিয়েছেন। সাধারণ মানুষের আবাস যোজনার টাকা, সড়ক যোজনার টাকা, একশো দিনের কাজের টাকা সব লুট করেছে তৃণমূলের নেতারা।''

advertisement

আরও পড়ুন: ১৭ ঘণ্টা পর শিয়ালদহে পৌঁছল রাজধানী এক্সপ্রেস! কী হয়েছিল ঠিক? কারণ শুনলে শিউরে উঠবেন

দত্তপুকুরে রাজ্যের মন্ত্রীর সামনে দিদির দূতের হাতে আক্রান্ত বিজেপি কর্মী। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''এই যদি দিদির দূত হয়, দূত বলে কিছু নেই, সব গুন্ডা, সমাজ বিরোধী। সমাজ বিরোধীরাই আজ দিদির পাশে আছে, টিএমসিকে চালাচ্ছে।''

advertisement

আরও পড়ুন: হাওড়া ব্রিজের উপরই ব্যক্তিকে ঘিরে ধরলেন গোয়েন্দারা, যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিপুরের বামকালীর সেই উত্তাল নাচ! কেন এই বিশেষ নাচ জানেন! দেখুন ভিডিও
আরও দেখুন

ভুয়ো চাকরি প্রার্থী ধরা পড়েছে এপিসি ভবনে। এই প্রসঙ্গেও মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তিনি বলেন, ''সরকারি অফিস গুলো চলছে টাকা নেওয়া দেওয়ার জন্য। নবান্ন থেকে অন্যান্য অফিসে চিঠি নিয়ে যান, কিন্তু নেওয়ার লোক নেই। টাকা প্রকাশ্যে লেনদেন হচ্ছে। লোকও জেনে গেছে টাকা ছাড়া কিছুই হবে না।''

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh Amartya Sen: 'দিদিকে নিয়ে সেই স্বপ্নটা দেখছেন উনি', দিলীপের নিশানায় অমর্ত্য সেন! কোন স্বপ্ন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল