চা-রসগোল্লার ব্যাপক কম্বিনেশন
চা নিয়েও নানা পরীক্ষা নিরীক্ষা
একদিকে রসগোল্লা অন্যদিকে চা
দুইয়ের যুগলবন্দি জমে ক্ষীর!
খাদ্যরসিক বাঙালী খাবার নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবে না তা কি হয়?
ভাবছেন চা আর রসগোল্লার যুগলবন্দী হল রসগোল্লা চা
জলপাইগুড়ির বানিজ্য মেলার বিশেষ আকর্ষণ
উত্তরবঙ্গের কড়া শীতে চা নিয়ে বিভিন্ন ধরনের ফিউশন সর্বত্রই
এরই তালিকায় নতুন সংযোজন নলেন গুড়ের রসগোল্লা চা
বহু মানুষ ভীড় করছেন এই চা খেতে
এক কাপ চায়ের দাম মাত্র ৩০ টাকা
এছাড়াও রয়েছে মধু চা, এলাইচি চা, ও আরও বিভিন্ন ধরনের চায়ের সম্ভার
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন