Fake Note: হাওড়া ব্রিজের উপরই ব্যক্তিকে ঘিরে ধরলেন গোয়েন্দারা, যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Suman Biswas
- Written by:SUSOBHAN BHATTACHARYA
Last Updated:
Fake Note: আগের গুরুত্বপূর্ণ এই তথ্য অনুযায়ী ফের ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
#কলকাতা: শুক্রবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ল বেশ কিছু জাল নোট, গোয়েন্দাদের অনুমান আগে থেকে যে সঠিক তারই প্রমাণ দিল শুক্রবার সন্ধ্যায়। চলতি মাসের শনিবার রাকিমূল শেখ নামে এক ব্যক্তিকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করে দফায় দফায় জিজ্ঞেস করে এই জাল নোটের উৎস সম্পর্কে, জাল নোট মূলত কাদের জন্য যাচ্ছে তারও সন্ধান করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা, দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় জাল নোটে অভিযুক্তে রাকিমূল শেখকে জিজ্ঞাসাবাদের মধ্যে জানতে পারে পরে আরও জাল নোট শহরের বুকে আসবে, গোয়েন্দারা এই তথ্য পেতেই শহর জুরে জাল ছড়াতে শুরু করে জাল নোট পাচারকারীদের ধরতে।
আগের গুরুত্বপূর্ণ এই তথ্য অনুযায়ী ফের ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযুক্ত মালদহের বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা হলেও তার থেকে উদ্ধার হয় ৮৬ টি পাঁচশো টাকায় জাল নোট, সেই তেতাল্লিশ হাজার টাকা জাল সহ গ্রেফতার হয় ফের মালদহের বাসিন্দা সেলিম শেখ। অভিযোগ সেলিম শেখ রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজের উপর থেকে গন্তব্যস্থলে যাবার সময়ই আটক হয়।
advertisement
advertisement
শুক্রবার সন্ধ্যা ৫ টা বেজে ৫ মিনিটে আটক করে সেলিম শেখকে জিজ্ঞেস করা শুরু হয়, কথায় একাধিক অসঙ্গতি থাকা ও উদ্ধার হওয়া টাকার নির্দিষ্ট প্রমাণ না দেখাতে পারায় শুক্রবার সাতটায় গ্রেফতার করা হয়। শনিবার অভিযুক্ত সেলিম শেখকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে আগামী ২৫ শে জানুয়ারী পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
advertisement
যদিও তদন্তকারীদের অনুমান, মালদার বেশ কিছু বাসিন্দা জাল নোট নিয়ে শহরে এসে তা খোলা বাজারে ছড়িয়ে দিতে যেতে চাইছে, তারা কে বা কারা? এই চক্র হটাৎ করে এতটা সক্রিয় হবার নেপথ্যের কারন কি? জাল নোট মালদার কোথায় তৈরি হচ্ছে? কে বা কারা এই জাল নোট তৈরিতে কাজ করছে? এই ধরনের একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2023 10:27 AM IST