Sealdah Rajdhani Express: ১৭ ঘণ্টা পর শিয়ালদহে পৌঁছল রাজধানী এক্সপ্রেস! কী হয়েছিল ঠিক? কারণ শুনলে শিউরে উঠবেন

Last Updated:

Sealdah Rajdhani Express: গত তিন দিন ধরে ঘন কুয়াশার জন্য লেট করছে। তাই রাজধানী এক্সপ্রেস রোজই লেট করছে। ঘন কুয়াশার জন্যে ট্রেনটি প্রায় ১১ ঘণ্টা পরে ছেড়েছে দিল্লি থেকে।

অবশেষে শিয়ালদহে পৌঁছল রাজধানী
অবশেষে শিয়ালদহে পৌঁছল রাজধানী
#কলকাতা: শিয়ালদহতে রাজধানী এক্সপ্রেস এসে পৌঁছল রবিবার ভোর রাত ৩ বেজে ৮ মিনিটে। প্রায় ১৭ ঘন্টার কাছাকাছি দেরf। দিল্লিতেও সঠিক ভাবে মাইকে ট্রেন দেরিতে ছাড়ার কথা উল্লেখ করা হয়নি বলে অভিযোগ। মোবাইলে ম্যাসেজ সঠিক সময় যাত্রীরা পান নি বলে যেমন অভিযোগ একই সঙ্গে খাবারের মান নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
গত তিন দিন ধরে ঘন কুয়াশার জন্য লেট করছে। তাই রাজধানী এক্সপ্রেস রোজই লেট করছে। ঘন কুয়াশার জন্যে ট্রেনটি প্রায় ১১ ঘণ্টা পরে ছেড়েছে দিল্লি থেকে। এছাড়াও মুঘলসরাই এবং এলাহাবাদের মাঝে রেলের কাজ চলছে, তাই আরও দেরি হয়েছে। খাবার জল প্যাসেঞ্জাররা পাচ্ছেন কিন্তু খাবার হিসেবে শুধুই খিচুড়ি দেওয়া হয় বলে অভিযোগ। শিশুদের দুধের জন্য জল গরম বা অন্যান্য কিছু রেলের তরফে দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
এদিকে, একেই দেরি, তার মধ্যে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস। হাইড্রো-ক্রেনের সঙ্গে ধাক্কা লাগল চলন্ত রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনের। শুক্রবার বিকালে এই ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের মির্জাপুরে। ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনের প্যান্ট্রোগ্রাফ ভেঙে যায়। তবে প্যান্ট্রোগ্রাফ ভেঙে ট্রেনটি থেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ট্রেনের যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেলের তরফে জানানো হয়েছে।
advertisement
রেল সূত্রে খবর, মির্জাপুরে ঝিঙ্গুরা এলাকায় রেললাইনের উপর বিদ্যুতের খুঁটি উপড়ানোর কাজ চলছিল। ফলে একটি হাইড্রো ক্রেন ওই রেল লাইনেই রাখা ছিল। বিকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল চারদিক। ফলে রাজধানী এক্সপ্রেস যখন ঝিঙ্গুরা এলাকায় ঢুকছিল, চালক ওই হাইড্রো ক্রেনটি দেখতে পাননি। ফলে হাইড্রো ক্রেনের মেটাল হ্যান্ডেলের সঙ্গে রাজধানীর ইঞ্জিনের সামনের অংশের ধাক্কা লাগে। ঘটনার জেরে ইঞ্জিনের প্যান্টোগ্রাফটিও ভেঙে যায়। ফলে মাঝপথে থমকে পড়ে ট্রেনটি। তারপর রেল আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে প্যান্টোগ্রাফ মেরামত করে ট্রেনটিকে গন্তব্যের দিকে পাঠান।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Rajdhani Express: ১৭ ঘণ্টা পর শিয়ালদহে পৌঁছল রাজধানী এক্সপ্রেস! কী হয়েছিল ঠিক? কারণ শুনলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement