Cpim Congress Alliance: সেলিমকে চিঠি অধীরের, বাংলায় ফের জোট-জল্পনা! মুখ খুললেন শুভেন্দুও

Last Updated:

Cpim Congress Alliance: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,' আমরা এ নিয়ে একেবারেই ভাবিত নই। অন্য রাজনৈতিক দল  সম্পর্কে কিছু বলব না।  তবে এটুকু বলব যে, আগেও এই দুটো পার্টি জোট বেঁধে লড়েছে।''

ফের হবে বাম-কংগ্রেস জোট!
ফের হবে বাম-কংগ্রেস জোট!
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: সিপিআইএম নেতা মহম্মদ সেলিমকে অধীর চৌধুরীর চিঠি প্রসঙ্গে দুই শিবিরের উদ্দেশ্যেই কটাক্ষের সুর শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। ত্রিপুরায় জোট তৎপরতা। তারপরই এ রাজ্যে ভারত জোড়ো পদযাত্রায় সিপিআইএম নেতৃত্বকে আহ্বান প্রদেশ কংগ্রেসের। মহম্মদ সেলিমকে চিঠি অধীর চৌধুরীর। এতেই পঞ্চায়েতের আগে বঙ্গে নতুন করে জোট জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি ফের হাতে কাস্তে?
যদিও বাম- কংগ্রেস জোট তথা  সেলিমকে লেখা অধীরের চিঠি প্রসঙ্গে দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার শ্যামনগরের অঞ্চল সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,' আমরা এ নিয়ে একেবারেই ভাবিত নই। অন্য রাজনৈতিক দল  সম্পর্কে কিছু বলব না।  তবে এটুকু বলব যে, আগেও এই দুটো পার্টি জোট বেঁধে লড়েছে। একুশে নির্বাচনে দুই দলকেই ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বাংলার মানুষ। গণতন্ত্রে মানুষই শেষ কথা। মানুষ এদের জোটকে বিগত দিনেও প্রত্যাখান করেছে, আগামী দিনেও করবে'।
advertisement
advertisement
সেলিমকে লেখা অধীরের চিঠির পরপরই পঞ্চায়েত ভোটে জোট-জল্পনা শুরু হয়েছে। সামনেই প‍ঞ্চায়েত ভোট। বেশ কিছু দিন ধরেই নিচু তলায় রাম-বাম জোটের জল্পনা। এরই মধ্যে নয়া সমীকরণের ইঙ্গিত। পঞ্চায়েত ভোটের হাওয়ায় ফের কি কাছাকাছি আসতে চলেছে বাম-কংগ্রেস? এর সূত্রপাত অবশ্য উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায়। আগরতলায় সিপিআইএমের দলীয় কার্যালয় মেলাঘরে যান কংগ্রেস নেতা অজয় কুমার। সূত্রের খবর, সেখানে জোটের পক্ষেই আলোচনা এগিয়েছে৷ জল্পনায় কার্যত সিলমোহর দিয়ে দেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্য।
advertisement
সীতারাম ইয়েচুরি বলেন,'আমাদের প্রথম লক্ষ্য বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করা। তাই ত্রিপুরায় বিজেপিকে হারাতে যা যা দরকার তা আমরা করব'। এতেই ত্রিপুরার জোটের হাওয়া বঙ্গে। জল্পনা আরও জোরদার হয় সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে লেখা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর চিঠিতে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।  একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জোট করে লড়েছিল বাম- কংগ্রেস। যদিও সেই জোট মুখ থুবড়ে পড়ে৷ ভোটের ফলে দুই রাজনৈতিক দলই শূন্য। এবার সামনে পঞ্চায়েত ভোট। তার আগে ফের বাম-কংগ্রেস জোট জল্পনা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cpim Congress Alliance: সেলিমকে চিঠি অধীরের, বাংলায় ফের জোট-জল্পনা! মুখ খুললেন শুভেন্দুও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement