Union Budget 2023: বন্দে ভারত ট্রেন নিয়ে বড় ঘোষণা, বাজেটে থাকতে পারে বিরাট চমক
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Union Budget 2023: এবারের বাজেটে অনেকগুলি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর ঘোষণা করা হতে পারে
নয়া দিল্লি: আসন্ন বাজেটে কেন্দ্রীয় সরকার রেলে বড় বরাদ্দের কথা ঘোষণা করতে পারে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার দ্রুতগতির দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়াতে চায়। আসন্ন বাজেটে এই সংক্রান্ত বড় কোনও ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই অনেক রুটে শুরু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল।
অনুমান করা হচ্ছে যে, বাজেটে সরকার অনেক নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা করতে পারে। আগামী বাজেটে রেলের জন্য বরাদ্দও বাড়বে বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন।
advertisement
ইতিমধ্যে, রেলওয়ে বেশ কয়েকটি রুট চিহ্নিত করেছে, যেখানে ট্রেনগুলি ১৮০ থেকে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবই এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বেশ কয়েকটি নতুন বন্দে ভারত ট্রেন চালু করার কথা বলেছিলেন। রেলওয়ে বোর্ডের অফিসাররা অর্থ মন্ত্রকে বিষয়টি সম্পর্কে জানিয়েও এসেছেন।
advertisement
এবারের বাজেটে অনেকগুলি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর ঘোষণা করা হতে পারে। অনুমান করা হচ্ছে যে সরকার দেশে ১০০টি নতুন বন্দে ভারত ট্রেন চালানোর প্রস্তাব করতে পারে। এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ সব রুটে এই ট্রেন চালানো সম্ভব হবে বলে আশা সরকারের।
advertisement
সূত্রের খবর, রেলওয়ে সরকারের কাছে বাজেটে ৩০ শতাংশ বেশি বরাদ্দ দাবি করেছে। বাজেটে প্রধানত বন্দে ভারত ট্রেন, ট্র্যাক নির্মাণ, রেলওয়ের বিদ্যুতায়নের উপর জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বাজেটের নতুন বরাদ্দ থেকে নতুন রেলের ট্র্যাক নির্মাণ এবং রেলওয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যবহার করা হবে বলে আশা রেল দফতরের।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 9:00 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: বন্দে ভারত ট্রেন নিয়ে বড় ঘোষণা, বাজেটে থাকতে পারে বিরাট চমক