Adhir Chowdhury: সিপিএমকে আমন্ত্রণ, ভারত জোড়ো যাত্রার সমাপ্তিতে কেন ব্রাত্য় তৃণমূল? ব্য়াখ্য়া দিলেন অধীর
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সাগর থেকে শুরু হয়ে আগামী ২৩ জানুয়ারি কার্শিয়াংয়ে শেষ হবে প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা।
কলকাতা: সিপিএম সহ বামেরা আমন্ত্রিত, তৃণমূল ব্রাত্য়! রাজ্য়ে ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য় ইতিমধ্যেই সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি বিরোধী দলগুলিকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। যদিও এই তালিকায় নেই তৃণমূল।
সাগর থেকে শুরু হয়ে আগামী ২৩ জানুয়ারি কার্শিয়াংয়ে শেষ হবে প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। কিন্তু কেন তৃণমূলকে আমন্ত্রণ জানানো হল না?
advertisement
প্রদেশ কংগ্রেস সভাপতির জবাব, 'রাহুল গান্ধি নিজে তৃণমূলকে ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন তৃণমূল প্রশ্ন তুলেছিল, রাহুল গান্ধি শুধুমাত্র একজন সাংসদ। তাঁর আমন্ত্রণে আমরা কেন যাবো? এর পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজে তৃণমূলকে চিঠি লিখেছিলেন। তাতেও তারা সাড়া দেয়নি। যেখানে রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গের আমন্ত্রণে তৃণমূল সাড়া দেয় না, সেখানে আমি চিঠি লিখলে তারা যোগ দেবে, এই প্রত্য়াশা করা আমার বাতুলতা।'
advertisement
অধীর চৌধুরী আরও দাবি করেন, ইতিমধ্য়েই সীতারাম ইয়েচুরি সহ সিপিএমের অনেক নেতাই রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছেন। সেই কারণেই সিপিএমকে চিঠি দেওয়া হয়েছে। সমমনোভাবাপন্ন অন্য় দলগুলিকেও ২৩ জানয়ারি ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অধীর।
advertisement
যদিও কংগ্রেসের আমন্ত্রণ না জানানোর বিষয়টি গুরুত্ব না দিয়ে পাল্টা অধীর চৌধুরীকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, 'কংগ্রেস বহু বছর ধরেই সিপিএমের হাতের তামাক খেয়ে আসছে। বাম আমলে অসংখ্য় কংগ্রেস কর্মী সিপিএমের হাতে খুন হয়েছে। এই কারণেই কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যাঁরা শূন্য় পেয়েছে, তৃণমূল তাঁদের আমন্ত্রণের অপেক্ষায় থাকে না। তৃণমূলের সঙ্গে মানুষ আছে।'
advertisement
যদিও ভারত জোড়ো যাত্রা নিয়ে কংগ্রেস এবং বামেদের কটাক্ষ করেছেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'ওরা পুরনো সঙ্গী। কখনও একসঙ্গে থাকেন, কখনও আলাদা। আবার হয়তো ভোট এলে জোট বাঁধবেন। একসঙ্গে হাঁটলে মানুষের বুঝতে সুবিধে হবে।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 2:34 PM IST