Congress MP Santosh Singh Chaudhury passes away: ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময়ই হৃদরোগে আক্রান্ত! প্রয়াত পঞ্জাবের কংগ্রেস সাংসদ

Last Updated:

পঞ্জাবের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ছিলেন সন্তোখ সিং চৌধুরী। বর্তমানে জলন্ধর কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি।

অ্য়াম্বুল্য়ান্সে করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি কংগ্রেস সাংসদকে।
অ্য়াম্বুল্য়ান্সে করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি কংগ্রেস সাংসদকে।
লুধিয়ানা: ভারত জোড়ো যাত্রার মাঝেই বিপত্তি। পঞ্জাবে রাহুল গান্ধির সঙ্গে পদযাত্রায় হাঁটার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হল কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর। শনিবার সকালে পঞ্জাবের ফিলৌরে এই ঘটনা ঘটেছে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি কংগ্রেস সাংসদকে। এই ঘটনার পরই এ দিনের মতো ভারত জোড়ো যাত্রা স্থগিত করে দেওয়া হয়।
পঞ্জাবের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ছিলেন সন্তোখ সিং চৌধুরী। বর্তমানে জলন্ধর কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। ২০১৪ এবং ২০১৯- দু' বারই লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।
advertisement
advertisement
এ দিন রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটছিলেন প্রবীণ এই সাংসদ। তখনই অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গেই অ্য়াম্বুল্য়ান্সে করে তাঁকে ফাগওয়ারার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। ১৯৪৬ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেছিলেন সন্তোখ সিং চৌধুরী।
advertisement
দিল্লি, হরিয়ানা পেরিয়ে গত বুধবার থেকে পঞ্জাবে শুরু হয় রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা। ফতেগড় সাহিবের সিরহিন্দ থেকে পদযাত্রা শুরু করেন কংগ্রেস নেতা।
সন্তকোষ সিং চৌধুরীর মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান। শোকবার্তায় তিনি লিখেছেন, 'জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর অকাল মৃত্য়ুতে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।' সন্তোখ সিং চৌধুরীর মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ক্য়াপ্টেন অমরিন্দর সিংও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Congress MP Santosh Singh Chaudhury passes away: ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময়ই হৃদরোগে আক্রান্ত! প্রয়াত পঞ্জাবের কংগ্রেস সাংসদ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement