আসন্ন বিধানসভা নির্বাচন! ত্রিপুরায় এসে দলের নেতাদের বিশেষ বার্তা নাড্ডার

Last Updated:

ত্রিপুরার ইতিহাসে এই ধরনের প্রথম রথযাত্রা আয়োজন করা হয়েছিল। যার সমাপ্তি হল জেপি নাড্ডার হাত ধরে।

বঙ্গ বিজেপিতে নাড্ডা দাওয়াই
বঙ্গ বিজেপিতে নাড্ডা দাওয়াই
#আগরতলা: 'গত পাঁচ বছরে যে যে কাজ করা হয়েছে তার তালিকা নিয়ে প্রতিটি মানুষের ঘরে ঘরে যান৷' ত্রিপুরায় রথযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে এসে দলের রাজ্যের শীর্ষ নেতাদের বার্তা দিয়ে গেলেন জে পি নাড্ডা৷
সামনেই ত্রিপুরায় বিধানসভা ভোট হবে। এই দুই রাজ্যেই ক্ষমতাসীন বিজেপি তেমন সুবিধাজনক অবস্থায় নেই। তার মোকাবিলায় বুথ স্তরে সাংগঠনিক শক্তি কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। বিজেপি সূত্রের খবর, ভোটমুখী রাজ্যগুলিতে নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের ঘরে ঘরে গিয়ে প্রচার, সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেওয়ায় জোর দেওয়া হবে। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। এরপরই বেজে উঠবে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দামামা।
advertisement
ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে জোর তৎপরতা। এক্ষেত্রে অবশ্য শাসক দল ভারতীয় জনতা পার্টি বিরোধী শিবিরের চেয়ে অনেকাংশে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরার সরগরম রাজনৈতিক বাতাবরণের মধ্যে ঝটিকা সফর সারলেন বিজেপির  সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের আমজনতার আশীর্বাদ নিয়ে ২০১৮ সাল থেকে রাজ্যে কাজ শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি। তাই ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনবিশ্বাস রথযাত্রার আয়োজন করেছিল প্রদেশ বিজেপি। গত ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাত ধরে এই জনবিশ্বাস রথযাত্রার সূচনা হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন :  বিপজ্জনক সেই বেসরকারি হোটেল ভাঙার কাজ শুরু, ধীরে ধীরে ক্ষতিপূরণ-জট কাটছে জোশীমঠে
ত্রিপুরার ইতিহাসে এই ধরনের প্রথম রথযাত্রা আয়োজন করা হয়েছিল। যার সমাপ্তি হল জেপি নাড্ডার হাত ধরে। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, "পদ্মচিহ্নে ভোট দিতে ইতিমধ্যে ডোর-টু-ডোর প্রচার শুরু হয়ে গেছে। মানুষের সমর্থন মিলছে। নিশ্চিত আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। অভাবনীয় জয় আসবে।" তিনি আরও জানান এখন পর্যন্ত বিজেপির জোটে রয়েছে আই পি এফ টি, অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি। শেষ দিনে সভায় জেপি নাড্ডা জানিয়েছেন, "আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ, উন্নত এবং সুশাসিত ত্রিপুরা রাজ্য গড়ার লক্ষ্য নিয়ে আজ করছি । এখানে কৃষক, মহিলা, যুবক , আদিবাসী এবং সমাজের সমস্ত স্তরের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছি।" নাড্ডা বলেন, "উন্নয়নের নতুন ইতিহাস লেখা হচ্ছে ত্রিপুরায়। এখানে গ্রামীণ রাস্তা, রেল, বিমান এবং হাইওয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। একটা উজ্জ্বল ত্রিপুরা রাজ্য গড়ার কাজে হাত দিয়েছে বিজেপি। কিন্তু একবার ভাবুন এখানে যখন সিপিআইএম ক্ষমতায় ছিল সেই সময়ের কথা । তাদের সময় সব ক্ষেত্রে অন্ধকার ছিল। সব ক্ষেত্রে দুর্নীতি ছিল। আমরা এখানে 'ভ্রষ্টাচার মুক্ত এবং বিকাশ যুক্ত সরকার গঠন করেছি। এই কারণে এখানে উন্নয়ন হচ্ছে ।"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আসন্ন বিধানসভা নির্বাচন! ত্রিপুরায় এসে দলের নেতাদের বিশেষ বার্তা নাড্ডার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement