শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম ৫৫% নম্বর-সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। প্রাসঙ্গিক বিষয়ে NET অথবা SET। যোগ্যতা UG/PG স্তরে শিক্ষকতার অভিজ্ঞতা। অতিথি শিক্ষক পদে পারিশ্রমিক ৫০০ টাকা প্রতিটি ক্লাসের জন্য। যা সর্বোচ্চ ২০ টি ক্লাস সাপেক্ষে প্রদান করা হবে প্রতি মাসে সেমেস্টার ভিত্তিতে।
আরও পড়ুনঃ ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় এই কয়েকটি কাজ ভুলেও নয়! ভাই-দাদার মঙ্গলের জন্য জানুন সঠিক পদ্ধতি
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোয় ঘুরতে যাওয়ার নতুন পাহাড়ি ঠিকানা ‘এটাই’, না গেলে বড় মিস করবেন
বিজ্ঞপ্তিতে স্পষ্ট, প্রতিষ্ঠানে যোগদানের জন্য কোনও টিএ এবং ডিএ প্রদান করা হবে না। আবেদনকারীদের তাদের আপডেট করা জীবনবৃত্তান্ত পাঠাতে হবে ই-মেল মারফৎ। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়য়ের অফিশিয়াল ওয়েবসাইট hrd@msduniv.ac.in-এ আবেদন জানাতে পারবেন আবেদনকারীরা। আবেদন জমা দেওয়ার সময়সীমা ২০ অক্টোবরের মধ্যে।