Darjeeling Trip: দুর্গাপুজোয় ঘুরতে যাওয়ার নতুন পাহাড়ি ঠিকানা 'এটাই', না গেলে বড় মিস করবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling Trip: দার্জিলিং পাহাড়ের বুকে মিরিকের টিংলিং পাহাড় বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, দুর্গাপুজোর ছুটিতে আপনিও ঘুরে আসুন।
*সামনেই দুর্গাপুজো সেই অর্থেই পূজোর ছুটিতে প্রচুর পর্যটকদের ঘুরতে যাওয়ার ঠিকানায় প্রথম স্থানে থাকে পাহাড়ের রানী দার্জিলিং। সেই অর্থেই আগেভাগেই ট্রেনের টিকিট থেকে শুরু করে হোমস্টে সব রেডি, এখন শুধু পুজোর ছুটির অপেক্ষা। সকলের ইচ্ছে থাকে একঘেয়েমি এই জীবন থেকে কিছুটা দূরে শহরের কোলাহল যানজট কে পিছুপা করে পাহাড়ের নিরিবিলি শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটাতে। সেই অর্থেই বরাবরই সবুজে ঘেরা পাহাড় জঙ্গল এবং নদীর টানে উত্তরবঙ্গে ছুটে আসে পর্যটকেরা। অন্যদিকে ঘুরতে এসে নতুন কোন জায়গায় খোঁজ পেলে খুশির যেন আর সীমা থাকে না। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি।
advertisement
advertisement
*মিরিকের বুকে টিংলিং পাহাড়ে এই জায়গায় দাঁড়ালে মেঘ ছুঁয়ে যাবে আপনাকে। চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতি নিমিষেই মন মুগ্ধ করবে আপনার। এই জায়গায় দাঁড়িয়ে চোখের সামনে ভেসে উঠবে সবুজ চা বাগানে ঘেরা পাহাড় তার মাঝে সারি সারি করে উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে পাইন গাছ এবং ঠিক সামনের দিকে তাকালেই মেঘের ফাঁকে চোখের সামনে উঁকি দেবে শহর শিলিগুড়ি এবং পাহাড়ি খরস্রতা বালাসন নদী। ফাইল ছবি।
advertisement
advertisement
*এবার পুজোয় আপনারও যদি গন্তব্য দার্জিলিং হয়ে থাকে তাহলে এই জায়গাটি মনমুগ্ধ করবে আপনার। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে পাহাড়ি চা বাগানে ঘেরা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে কিছুটা উপরে উঠতেই হাতের বাঁ দিক দিয়ে একটি রাস্তা নেমে যাবে সেই রাস্তা ধরে গেলেই দেখতে পাবেন সবুজ চা বাগানে ঘেরা এই টিংলিং পাহাড়। ফাইল ছবি।
advertisement
*বর্তমানে জায়গা যেন চুম্বকের মত পর্যটকদের আকর্ষণ করছে। এই ভিউ পয়েন্ট থেকে সবুজে ঘেরা প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতে ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে ছুটে আসছে পর্যটকেরা। কেউ রিলস কেউ আর সেলফি পাহাড়ের কোলে অসম্ভব সুন্দর এই জায়গা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সকল পর্যটক। ছুটির দিনে বা অবসর সময়ে এই জায়গায় কিছুটা সময় কাটালে নিমিষেই মন ভাল হবে আপনার। ফাইল ছবি।