বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। চলতি মাসের ১২ জানুয়ারি পর্যন্ত আবেদন জানানো যাবে। আবেদনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য ৫০ টাকা দিতে হবে। জানা গিয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) সংরক্ষিত একটি মাত্র পদে নিয়োগ করা হবে। প্রতিমাসে বেতন ১৩ হাজার টাকা। বয়স সীমা ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০। স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার ( পেডিয়াট্রিক এবং G & O) একজন করে অসংরক্ষিত পদে নিয়োগ করা হবে। বেতন ৭০ হাজার টাকা। বয়স সীমা সর্বোচ্চ ৬২ বছর।
advertisement
আরও পড়ুন- গুরুতর চোট, যন্ত্রণায় কাতরাচ্ছেন অঙ্কুশ! বিছানায় শুয়েই বর্ষবরণ উদযাপন অভিনেতার, হলটা কী?
আরও পড়ুন- ‘ট্রিপে যা হয়েছিল…’, কীভাবে দীপঙ্করের কাছাকাছি এলেন দোলন, ফাঁস হতেই তোলপাড়!
ক্লিনিক্যাল প্যাথলজিস্ট সংরক্ষিত একটি পদে নিয়োগ করা হবে। বেতন ৩০ হাজার টাকা। বয়স সীমা সর্বোচ্চ ৪০ বছর। স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার ( মেডিসিন, পেডিয়াট্রিক, Opthalmologist, G & O) একজন করে সংরক্ষিত পদে সপ্তাহে তিনদিন করে কাজের জন্য নিয়োগ করা হবে। প্রতিদিন কমপক্ষে তিন ঘন্টা করে কাজ করতে হবে। বেতন প্রতিদিন ৩ হাজার টাকা। বয়স সীমা সর্বোচ্চ ৬২ বছর।
মেডিক্যাল অফিসার সংরক্ষিত একটি পদে নিয়োগ করা হবে। বেতন ৬০ হাজার টাকা। বয়স সীমা সর্বোচ্চ ৬২ বছর। ডেন্টাল টেকনিশিয়ান অসংরক্ষিত একটি পদে নিয়োগ করা হবে। বয়স সীমা ১৮ থেকে ৪০ বছর। বেতন ২২ হাজার টাকা। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার দুটি সংরক্ষিত পদে নিয়োগ করা হবে। বয়স ২১ থেকে ৪০ বছর। বেতন ১৮ হাজার টাকা।
আরওতথ্য জানতে www.wbhealth.gov.in/online recruitment ওয়েবসাইটটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ