যোগ্যতা- আবেদনকারী ব্যক্তিদের সমাজবিদ্যায় পিএইচডি, এমফিল কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। ৫৫ শতাংশের বেশি নম্বর থাকলেও সেই প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। বয়সের নির্দিষ্ট কোনও সীমা নেই ।
আরও পড়ুনঃ এ যেন নতুন জীবন! সিকিম থেকে ফিরলেন কালচিনির ৫ শ্রমিক, তারপর যা জানালেন…
advertisement
প্রয়োজনীয় নথিপত্র- যারা আবেদন করবেন তাদের ১৮ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। ই-মেলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং অন্যান্য নথিপত্র পাঠাতে হবে। যারা নিযুক্ত হবেন তাদের মাসে ৩২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
চুক্তির ভিত্তিতে আবেদনকারীদের নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ই-মেলের মাধ্যমে বাছাই করা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। তাদের সমস্ত নথি নিয়ে ইন্টারভিউয়ের দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। বিস্তারিত জানতে দেখে নিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।
বনোয়ারীলাল চৌধুরী