Sikkim Cloudburst: এ যেন নতুন জীবন! সিকিম থেকে ফিরলেন কালচিনির ৫ শ্রমিক, তারপর যা জানালেন...
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sikkim Cloudburst: অবশেষে পাড়ার ছেলেরা ফিরল। দূর হল পরিবারের দুশ্চিন্তা পূর্ব সাঁতালির বাসিন্দাদের। সিকিমের দুর্যোগের স্মৃতি ভুলতে পারছেন না পাঁচজনই।
আলিপুরদুয়ার: অবশেষে পাড়ার ছেলেরা ফিরল। দূর হল পরিবারের দুশ্চিন্তা পূর্ব সাতালির বাসিন্দাদের। সিকিমের দুর্যোগের স্মৃতি ভুলতে পারছেন না পাঁচজনই। সিকিমের লাচুংয়ে কাজে গিয়ে বিপর্যয়ের মুখে পড়ে নিখোঁজ হন কালচিনি ব্লকের পূর্ব সাতালির পাঁচ বাসিন্দা। অবশেষে তাঁরা ফিরলেন নিজের বাড়িতে। স্বাগত জানানো হয় গ্রামবাসীদের পক্ষ থেকে।
৪ অক্টোবর সিকিমে প্রাকৃতিক দুর্যোগের সময় থেকেই কোনও খোঁজ মিলছিল না। মাত্র দু’মাস আগে সিকিমের লাচুংয়ে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন পূর্ব সাতালির বিশ্বনাথ পাড়ার শিবু কিসকু, এরবিন ওঁরাও, বিফে হাঁসদা, বিরসা মারান্ডি, বাবলু কিসকু। সিকিমের বিপর্যয়ের পর তাদের খোঁজ না মেলায় দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছিল পরিবারের সদস্যদের।
আরও পড়ুনঃ কৃমিতে কাবু আপনার সন্তান? কোন কোন লক্ষণ দেখে বুঝবেন? ফল হতে পারে মারাত্মক
এ দিন গ্রামে ফিরে শিবু কিসকু জানান, “মৃত্যুকে চোখের সামনে দেখেছি।খুব ভয় পেয়েছিলাম। একবার ভেবেছিলাম আর ফিরতে পারব না। কিন্তু এখন সত্যি মনে হচ্ছে দ্বিতীয় জন্ম পেলাম।”
advertisement
advertisement
বারবার প্রশাসনের কাছে পাঁচজন বাসিন্দাকে কোনও উপায়ে বাড়িতে ফিরিয়ে আনার আর্জিও জানিয়েছিলেন। অবশেষে সিকিম সরকারের দেওয়া বাসে প্রথমে লাচুং থেকে শিলিগুড়ি এবং এরপর সেখান থেকে বাড়িতে ফিরে আসেন তাঁরা। গ্রামের ছেলেরা সুস্থভাবে বাড়িতে ফিরে আসায় খুশির জোয়ার এলাকায়।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 16, 2023 10:15 AM IST









