TRENDING:

Job Alert: চাকরি খুঁজছেন? হাতের মুঠোয় এখন সুর্বণ সুযোগ! আজই আবেদন করুন

Last Updated:

Job Alert: যারা এই পদের জন্য আবেদন করবেন তাঁদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় রয়েছে চাকরির সুযোগ। ইতিমধ্যেই এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান জেলার ভূমি ও ভূমি সংস্কার দফতরে কর্মী নিয়োগ করা হবে। কর্মীদের নিয়োগ করা হবে নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে। যাঁরা নির্দিষ্ট পদে আবেদন করবেন তাঁদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এদিন মঙ্গলবার থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
ডেটা এন্ট্রি অপারেটর 
ডেটা এন্ট্রি অপারেটর 
advertisement

পূর্ব বর্ধমান জেলার ভূমি সংস্কার দফতরে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা হল ১৫। নির্দিষ্ট পদে যাঁরা নির্বাচিত হবেন তাঁদের তিন বছরের চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদন জানানোর জন্য আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। নির্দিষ্ট পদে যাঁরা নির্বাচিত হবেন তাঁদের পারিশ্রমিক হবে প্রতি মাসে ১১,০০০ ( এগারো হাজার ) টাকা।

advertisement

আরও পড়ুন-    বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

নির্দিষ্ট পদে আবেদনকারীদের স্নাতকের পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোনও কোর্সের শংসাপত্র থাকতে হবে। এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল-সহ অন্যান্য অ্যাপ্লিকেশন পরিচালনার বিশেষ দক্ষতা থাকতে হবে।লিখিত পরীক্ষা, প্র্যাক্টিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে নির্দিষ্ট পদের জন্য। একটি ধাপে উত্তীর্ণ হলে তবেই আবেদনকারীরা পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন।

advertisement

আরও পড়ুন-    বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহযোগে আবেদন জানাতে হবে আবেদনকারীদের। বিজ্ঞপ্তি অনুসারে আগামী সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ আবেদনের শেষ দিন। নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়া প্রয়োজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/চাকরি/
Job Alert: চাকরি খুঁজছেন? হাতের মুঠোয় এখন সুর্বণ সুযোগ! আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল