কয়েক বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় উৎকর্ষ বাংলা। এই প্রকল্পে কাজের উপযোগী করে তুলতে সরকারি উদ্যোগ। এর মাধ্যমে বিভিন্ন কারিগরি শিক্ষার সুযোগ। টেলারিং মার্কেটিং মেশিনারি মেকানিক্যাল হেলথ সহ প্রায় ২৮ টি বিষয়ে ট্রেনিং। জানা যায়, হাওড়া জেলায় উৎকর্ষ বাংলার আওতায় প্রায় ৮০ টি সেন্টার রয়েছে। এর মধ্যে প্রায় ৬০ টির উপর সংস্থা রয়েছে। যারা এই সমস্ত সেন্টার গুলি সরকারি অনুমোদন নিয়ে বিনাপয়সায় প্রশিক্ষণ দিচ্ছেন।
advertisement
আরও পড়ুন: খাওয়া-হোটেল সব থাকবে! বৈষ্ণোদেবী-সহ উত্তর ভারত ভ্রমণের জন্য স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন চালু!
এমনই একটি সংস্থা হল ‘ স্টেপ টেকনিক্যাল কলেজ’। ২০১৯ সালে সরকারি উৎকর্ষ বাংলার সঙ্গে যুক্ত হয় এই প্রতিষ্ঠান। শুরুতে ৪-৫ টি বিষয়ে প্রশিক্ষণ হত। তবে বর্তমানে ১৩ টি আলাদা আলাদা বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। অল্প সময়ে এই সমস্ত প্রশিক্ষণ শিখে বহু যুবক-যুবতী স্বনির্ভর হচ্ছে। যেমন সুযোগ থাকছে নিজের ব্যবসা শুরু করার। তেমনি চাকরির সুযোগ থাকছে। তার ফলে যুবক-যুবতীদের কাছে নির্ভরযোগ্য হয়ে উঠেছে এই স্বল্প মেয়াদ প্রশিক্ষন।
স্টেপ টেকনিক্যাল কলেজের ডিরেক্টর জয়দীপ রায় জানান, সরকারি উৎকর্ষ বাংলা প্রজেক্ট এর অধীনে তাদের ৯ টি প্রশিক্ষণ সেন্টার চালু রয়েছে। চলতি বর্ষে মোট প্রায় ১৫০০ পুরুষ মহিলা প্রশিক্ষানার্থী। তিনি জানিয়েছেন, এর মধ্যে প্রায় ৬০% মহিলা। তিনি আরও জানান, প্রশিক্ষণের পাশাপাশি ছেলেমেয়েদের কর্মসংস্থানের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেইদিক গুরুত্ব রেখেই জব ফেয়ারের আয়োজন।
মঙ্গলবার প্রায় ১৫ টি নামিদামি কোম্পানির উপস্থিতি। যারা সরাসরি প্রায় ৫০০ যুবক-যুবতীর ইন্টারভিউ নেয়। এর মধ্যে ২০০ অধিক কর্মসংস্থানের সুযোগ হবে। দীর্ঘ সময় ধরেই ইন্টারভিউ প্রক্রিয়ার পাশাপাশি যুবক-যুবতীদের উৎসাহদানে দেখানো হয় সাকসেস্ স্টোরি। সেন্টারে প্রশিক্ষণ নিয়ে সুপ্রতিষ্ঠা পেয়েছে এমন কয়েক জন যুবক যুবতী জীবন কাহিনী।
আরও পড়ুন: কংগ্রেস, বিজেপির প্রতীকের ছাপমারা গোছা গোছা ব্যালট উদ্ধার বাদুড়িয়ায়
সফল ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
এদিনের এই কর্মসচিতে হাজির ছিলেন এডিএম জিতেন যাদব মহাশয়। তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় এই জব ফেয়ারের মাধ্যমে প্রচুর ক্যান্ডিডেট চাকরি পাবে। পাশাপাশি তিনি আগামী দিনে আরও উন্নত মানের প্রশিক্ষণ হবে বলে জানিয়েছেন।
রাকেশ মাইতি