কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার, এনআরসি অ্যাটেনডেন্ট, অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। মোট আটটি শূন্যপদ রয়েছে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীদের।
আরও পড়ুন: এবার পাহাড় যাওয়া হবে আরও সহজ! দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা শীতের শুরুতেই পর্যটকদের দিল দারুণ উপহার
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে পাবেন ১৩ হাজার টাকা। বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে নিয়োগ হবেন একজন। আবেদন করতে পারবেন আপনিও। অসংরক্ষিত এই পদে আবেদনের জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়সেরপ্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন হিসেবে প্রতি মাসে পাবেন ৩০ হাজার টাকা করে। একাধিক বিভাগে স্পেশালিষ্ট মেডিক্যাল অফিসার নেওয়া হবে। বেতন পাবেন তিন হাজার টাকা/ প্রতি দিন অনুযায়ী। ৬২ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
advertisement
আরও পড়ুন: এই বিশেষ নিরঞ্জন শোভাযাত্রা দেখতে উপচে পড়ে মানুষের ভিড়! রইল ভিডিও
২০ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলে এনআরসি অ্যাটেনডেন্ট পদে আবেদন করা যাবে। প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
প্রার্থীকে প্রথমে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন জানাতে হবে।
পাশাপাশি, আবেদন মূল্যও জমা দেওয়া দরকার। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে ২ ডিসেম্বরের মধ্যে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ