Murshidabad News: এই বিশেষ নিরঞ্জন শোভাযাত্রা দেখতে উপচে পড়ে মানুষের ভিড়! রইল ভিডিও

Last Updated:

বহরমপুর শহরের অনেক জায়গায় ভৈরব পুজো হয়। ভৈরবের বিসর্জনকে কেন্দ্র করে বড় শোভাযাত্রা বের হয়।

+
বহরমপুর

বহরমপুর শহরে ভৈরবের শোভাযাত্রাতে মানুষের ঢল

মুর্শিদাবাদ: বহরমপুর শহরের অনেক জায়গায় ভৈরব পুজো হয়। ভৈরবের বিসর্জনকে কেন্দ্র করে বড় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন বহু ভক্ত। রবিবার দুপুর থেকে খাগড়া থেকে শোভাযাত্রা বের হতেই রাস্তার দুই ধারে অগনিত ভক্তরা ভিড় জমান।
রবিবার দুপুর থেকে শোভাযাত্রা বের করে গোটা  শহরের একাংশ পরিক্রমা করে বহরমপুরে গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয় সন্ধ্যায়। যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
advertisement
পুজো কমিটির এক সদস্যে বলেন, “এই পুজো শুরু হয়েছিল আনুমানিক প্রায় ১৪৯ বছর আগে ৷ কিন্তু পুজোর আদিস্থান এখানে নয় ৷  অন্য এক নলখাগড়ার বনে ছিল আরাধনা করা হত৷ সেই বন পুড়ে যাবার পরে তৎকালীন স্থানীয় বাসিন্দারা এখানেই বাবার পুজোর শুরু করেন৷ যা আজ বহরমপুর তথা মুর্শিদাবাদের এক ঐতিহ্য ও প্রিয় উৎসবের রূপ নিয়েছে ৷”
advertisement
নিরঞ্জন পর্ব করা হয় মহা ধুমধামের সঙ্গে। ঢাক ঢোল বাজনা সঙ্গে শোভাযাত্রা বেরিয়ে ছিল বহরমপুরে। রাস্তার দু’ধারে ভিড় ছিল চোখে পড়ার মতো।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: এই বিশেষ নিরঞ্জন শোভাযাত্রা দেখতে উপচে পড়ে মানুষের ভিড়! রইল ভিডিও
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement