TRENDING:

IIT Kharagpur: খড়গপুর আইআইটিতে চাকরির বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত

Last Updated:

একোয়া কালচার ইঞ্জিনিয়ারিং কিংবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অথবা রিমোট সেন্সিং-এর উপরে দক্ষতা রয়েছে? আপনার জন্য রয়েছে খড়গপুর আইআইটিতে রয়েছে চাকরির সুযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: একোয়া কালচার ইঞ্জিনিয়ারিং কিংবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অথবা রিমোট সেন্সিং-এর উপরে দক্ষতা রয়েছে? আপনার জন্য রয়েছে খড়গপুর আইআইটিতে রয়েছে চাকরির সুযোগ। দেরি না করে এখনই আবেদন করুন। মোটা অঙ্কের বেতনে কাজের সুযোগ হাতছাড়া করবেন না।
IIT Kharagpur 
IIT Kharagpur 
advertisement

ইতিমধ্যেই গবেষণা সংক্রান্ত কাজের জন্য জুনিয়ার রিসার্চ ফেলো নেওয়া হবে প্রযুক্তিবিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা আইআইটি খড়্গপুরে। আইআইটি খড়্গপুরে গবেষণা সংক্রান্ত কাজের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইআইটি’র ওয়েবসাইটে। জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নেওয়া হবে।

আরও পড়ুন: ধান চাষে ঠিকমত লাভ মিলছে না? এই চাষেই হবেন মালামাল

প্রতিষ্ঠানের এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। বিশেষ প্রজেক্টের কাজের জন্য জেআরএফ নেওয়া হবে। প্রজেক্টটি স্পনসর করছে জিয়োসপ্যাটিক্যাল ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হাব।

advertisement

নিযুক্তদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে দেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। দু’ বছরের জন্য রয়েছে কাজের মেয়াদ। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বিশেষ ছাড় রয়েছে।

আরও পড়ুন: বছরের শেষে ভারতীয় রেল দিল সুখবর! বাংলা থেকে স্পেশাল ট্রেন দিল্লিতে

advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একোয়াকালচারাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, রিমোট সেন্সিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ টেকনোলজি যেকোনও একটি ডিগ্রি থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে। কীভাবে আবেদন করা যাবে? প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেমপোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৮ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/চাকরি/
IIT Kharagpur: খড়গপুর আইআইটিতে চাকরির বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল