TRENDING:

Jalpaiguri News: আদিবাসী সম্প্রদায়ের মিলন মেলায় ধামসা মাদলের তালে পা মেলালেন বিধায়ক

Last Updated:

আদিবাসী সম্প্রদায়ের মিলন মেলায় ধামসা মাদলের তালে পা মেলালেন বিধায়ক এবং জেলা পরিষদের সভাপতি। জলপাইগুড়ির চা বলয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মা দুর্গার বিসর্জনের দিনে সমস্ত চা শ্রমিক মিলিত হয়ে অনুষ্ঠান আয়োজন করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : আদিবাসী সম্প্রদায়ের মিলন মেলায় ধামসা মাদলের তালে পা মেলালেন বিধায়ক এবং জেলা পরিষদের সভাপতি। জলপাইগুড়ির চা বলয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মা দুর্গার বিসর্জনের দিনে সমস্ত চা শ্রমিক মিলিত হয়ে অনুষ্ঠান আয়োজন করেন। সমস্ত চা বাগানের শ্রমিক একত্রিত হয়ে মাদলের তালে কোমর দোলায় এবং রীতি এবং নিয়মের যে গান রয়েছে খালি গলায় সেই গান গেয়ে মিলন মেলাতে মেতে উঠেন। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে আদিবাসী সম্প্রদায় মানুষ আনন্দ উপভোগ করতে যোগদান করে।
advertisement

মূলত জানা যায় সারা বছর তার চা বাগানে কাজ করে পূজোর চারটা দিন তাদের ছুটি দেয়। চা বাগানের পূজা উপলক্ষে সেই তিন দিন তারা মা দুর্গার পুজো করতে ব্যস্ত হয়ে পড়ে সেই শেষের দিনটিতে তারা ধামসা মাদলের তালে মেতে ওঠে তাদের সম্প্রদায়ের সমস্ত মানুষের সাথে নাচে গানে। অন্য দিকে জলপাইগুড়িতে আদিবাসী নাচের মাধ্যমে উমাকে বিদায় জানালেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুনঃ বন্দুক থেকে গুলি ছুড়ে শুরু হল বৈকুণ্ঠপুর রাজবাড়ীর প্রতিমা নিরঞ্জন

রাজগঞ্জের শিকারপুর চা বাগানে দেবী চৌধুরানী দুর্গা মন্দিরে আদিবাসী নাচের আয়োজন করেছিলেন পুজো উদ্যোক্তারা। সেই অনুষ্ঠানে মাদল বাজালেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। আদিবাসী নাচে পা মেলালেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। এই প্রসঙ্গে মেলার সভাপতি জানান বহু পুরনো এই মেলা তারও জন্মের আগে থেকে শুরু হয়েছিল এই মেলা, আগে হতো না মা দুর্গার পুজো কিন্তু এখন হচ্ছে পুজো।

advertisement

View More

আরও পড়ুনঃ কিং সাহেবের ঘাট এলাকায় বাঁধের রাস্তায় বিকল পথবাতি! সমস্যায় স্থানীয়রা

 

 

সেই জন্য এখন তিনদিন পূজোতে মেতে থাকি এবং একদিন এই মিলন মেলায় আমরা মেতে আছি। মূলত সারা বছর বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকি এই একটা দিনের অপেক্ষায় বসে থাকি বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবাই একত্রিত হয়ে কোমরে কোমরে মিলিয়ে গানের বাজনা মধ্যে দিয়ে সারা রাত চলে অনুষ্ঠান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: আদিবাসী সম্প্রদায়ের মিলন মেলায় ধামসা মাদলের তালে পা মেলালেন বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল