Jalpaiguri News: কিং সাহেবের ঘাট এলাকায় বাঁধের রাস্তায় বিকল পথবাতি! সমস্যায় স্থানীয়রা

Last Updated:

জলপাইগুড়ি পুর এলাকার কিং সাহেবের ঘাট এলাকায় বাঁধের রাস্তায় বিকল হয়ে রয়েছে পথবাতি। বাতিগুলি সঠিকভাবে না জ্বলায় সমস্যার মধ্যে পড়েছেন এলাকার মানুষ।

+
title=

#জলপাইগুড়িঃ জলপাইগুড়ি পুর এলাকার কিং সাহেবের ঘাট এলাকায় বাঁধের রাস্তায় বিকল হয়ে রয়েছে পথবাতি। বাতিগুলি সঠিকভাবে না জ্বলায় সমস্যার মধ্যে পড়েছেন এলাকার মানুষ। এ প্রসঙ্গে উল্লেখ্য জলপাইগুড়ি পুর এলাকার কিং সাহেবের ঘাট এলাকায় প্রায় হাজারখানেক মানুষ বাস করেন। প্রত্যেকদিন প্রচুর পরিমানে যান বাহনও সেখানে চলাচল করে। পিকআপ ভ্যান থেকে শুরু করে প্রচুর পরিমানে ই-রিক্সা বাইক ইত্যাদি যাতায়াত করে এখান দিয়ে। কিন্তু সন্ধ্যা নামতেই সে জায়গা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে।
বাঁধের উপরে রাস্তার মধ্যে বেশ কিছু পথবাতি স্ট্যান্ড করে রাখা থাকলেও তা কাজে আসছে না মানুষের। সূর্য ডুবলেই ভরসা হারিকেন বা ব্যাটারির লাইট। এদিকে রাস্তার অবস্থাও ভালো নয়। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেই মত এলাকাবাসীর। তাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে জনসাধারণকে। বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানালেন, কিং সাহেবের ঘাট এলাকায় প্রচুর মানুষের বসতি রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ গাড়ির ধাক্কায় প্রাণ গেল জলপাইগুড়ির এক হিমঘর শ্রমিকের
প্রতিনিয়ত সেই রাস্তা দিয়েই মানুষকে চলাচল করতে হয়। মানুষেরা রাতের বেলায় কেউ কেউ মোবাইলের ফ্ল্যাশ আবার কেউ টর্চ লাইট, কেউ আবার মোমবাতি ধরিয়ে রাস্তা দিয়ে চলাচল করে, ফলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ পথ চারীদের। তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন ,যাতে শীঘ্রই এই লাইটগুলির মেরামত করা হোক।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বেহাল চলাচলের রাস্তা, তবুও হুঁশ নেই প্রশাসনের!
যাতে মানুষ স্বাচ্ছন্দে চলাচল করতে পারে এর ব্যবস্থা করা হোক। অন্যদিকে, পুরসভার পক্ষ থেকে বিষয়ে থেকে জানানো হয়েছে, কিং সাহেবের ঘাট এলাকায় প্রচুর অফিস জনবসতি রয়েছে। সামনেই উতসবের মরশুম। পুজো আসার আগেই ১০০ শতাংশ নিশ্চয়তার সাথে প্রতিটি রাস্তায় লাইট লাগিয়ে মেরামতের ব্যবস্থা করে দেওয়া হবে।
advertisement
 
 
Geetashree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: কিং সাহেবের ঘাট এলাকায় বাঁধের রাস্তায় বিকল পথবাতি! সমস্যায় স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement