#জলপাইগুড়ি : বন্দুক থেকে গুলি ছুড়তেই , শুরু হলো বৈকুণ্ঠপুর রাজবাড়ীর প্রতিমা নিরঞ্জন পর্ব। কার্নিভালে থাকবে না জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ীর মূল প্রতিমা, প্রথা মেনেই বুধবারে বিসর্জন, জনগণের সুবিধার্থে মেরামত করা হলো প্রবেশ পথ। সিঁদুর খেলা, সেলফি, ঢাকের তালে নৃত্য তে জমজমাট রাজবাড়ী। জলপাইগুড়িতেও এবার দূর্গা পুজো নিয়ে কার্নিভালের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন, যা কিনা শুক্রবার অনুষ্ঠিত হবে। তবে কার্নিভালের জন্য নিজেদের ৫১৩ বছরের প্রাচীন প্রথা ভাঙছে না বৈকুণ্ঠপুর রাজবাড়ীর দূর্গা পুজোর।
বুধবারই হলো বিসর্জন, বিগত কয়েক বছর থেকে রাজবাড়ীর দূর্গা প্রতিমা বিসর্জন কে ঘিরে তৈরী হয়েছে আরেক উৎসব। দুপুর থেকেই রাজবাড়ীর নাট মন্দিরে সিঁদুর পরিয়ে, মিষ্টি মুখ করে যেমন মা দুর্গাকে বিদায় জানাতে উপস্থিত হন হাজার হাজার মানুষ, ঠিক তার সাথেই বিশেষ করে নতুন প্রজন্মের একঝাঁক তরুণ তরুণী ঢাক, এবং ডিজের তালে মেতে ওঠে এক সীমাহীন আনন্দে।
আরও পড়ুনঃ কিং সাহেবের ঘাট এলাকায় বাঁধের রাস্তায় বিকল পথবাতি! সমস্যায় স্থানীয়রা
এবার ও তার ব্যতিক্রম হলো না। সকাল থেকেই রাজবাড়ীর পুজো মণ্ডপের সামনে জমায়েত হতে থাকে নতুন প্রজন্মের প্রতিনিধিরা, এক দিকে মাকে সিঁদুর পরিয়ে দেবার পালা চলছে তো আরেক দিকে মোবাইল হাতে সেলফি তোলার হিড়িক লক্ষ্য করা যায় ব্যাপক ভাবে। রাজবাড়ীর প্রতিমা বিসর্জনকে ঘিরে যে জনসমাগম হয় সেই কথা মাথায় রেখেই দীর্ঘ দিন থেকে জীর্ণ অবস্থায় থাকা রাজবাড়ীর প্রবেশ পথ বুধবার সকালেই মেরামত করে দেয় প্রশাসন।
আরও পড়ুনঃ একই দিনে উদ্ধার চারটি সাপ! তুলে দেওয়া হল বনদফতরের হাতে
রাজবাড়ীর বিসর্জনের আসে এক ব্যক্তি জানান দু'বছর পর রাজবাড়ীর প্রতিমা বিসর্জনে এসে খুব ভালো লাগছে। কারণ প্রতিবছরই আসি আমরা এই রাজ বাড়ির বিসর্জনে জন্য। খুব আনন্দ করি। এ বছরও করছি নাচ গান হইহুল্লা হবে আজ কারণ বন্ধুর বন্ধুদের সাথে একটু মেতে উঠবো।
Surajit Deyনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।