আরও পড়ুন: নিষিদ্ধ কাফ সিরাপ ও ইয়াবা পাচার করতে গিয়ে ধৃত, তিন বছরের কারাদণ্ড দুই বাংলাদেশির
রাজ্য সরকারের সাহায্যের রেশন না পেয়ে ক্ষুব্ধ জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগানের শ্রমিক পরিবারগুলি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান এখানকার আদিবাসী শ্রমিকরা। গত চার বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে এই চা বাগানটি। এই অবস্থায় বেঁচে থাকার একমাত্র অবলম্বন খাদ্য সাথী প্রকল্পের বিনামূল্যের চাল-আটা। কিন্তু রেশনের সেই খাদ্য সামগ্রী নিয়েই অনিয়মের অভিযোগ তুলেছে এখানকার শ্রমিক পরিবারগুলি।
advertisement
নিয়মিত এবং সঠিক মাত্রায় রেশন না পেয়ে আন্দোলনে সামিল বন্ধ রায়পুর চা বাগানের শ্রমিক রাজ কুমার নায়ক বলেন, আমাদের পরিমাণে কম রেশন দেওয়া হয়। এতে সবায পেট ভরে না। এরই প্রতিবাদে ডিলারের দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়। অপরদিকে, বন্ধ রায়পুর চা বাগানের শ্রমিক তথা এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধান, প্রধান হেমব্রম জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে প্রাপ্য রেশন দিচ্ছে না খাদ্য দফতর। এবারেরও চাহিদার তুলনায় অনেক কম রেশনের চাল, আটা পাঠানো হয়েছে। ক্ষুব্ধ শ্রমিকদের দাবি, খেপে খেপে নয়। মাসের শুরুতেই একবারে বরাদ্দ ৩৫ কেজি চাল দিয়ে দিতে হবে।
সুরজিৎ দে