তবে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয় গত কয়েক দিন থেকে চলা অতি বৃষ্টিতে, জলের তোড়ে ভেসে যায় হিউম পাইপ, আর এতেই চরম দুর্ভোগে পরেছে গোড়াল বাড়ি সহ আশপাশের গ্রাম গুলোর প্রায় তিরিশ হাজার মানুষ, এমনটাই জানালেন,যদিও এমন ভাবে জীবনের ঝুকি নিয়ে চলাচল করার ঘটনা দেখে রীতিমতো আতঙ্কিত গোড়াল বাড়ি হাই স্কুলের সহকারী শিক্ষক মিঠুন মুখার্জি,
advertisement
আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া মানিব্যাগ পেয়ে আসল মালিককে খুঁজছেন যুবক
তিনি জানান সেতু ভেঙে গিয়েছে, নেই কোনো ডাইভারসন কিছু ছাত্র ছাত্রী চরম ঝুকি নিয়ে স্কুলে আসছে, এই পরিস্থিতে আমরা পঞ্চম থেকে দশম শ্রেণীর নির্ধারিত পরীক্ষার তারিখ পিছিয়ে দিয়েছি। সেতু নিয়ে যে চরম দুর্ভোগে পরতে হয়েছে তা প্রকাশেই জানালেন অভিভাবক আনোয়ারা বেগম, তিনি বলেন খুব বিপদ হাতে নিয়ে নদী পার করে স্কুলে যেতে হচ্ছে বাচ্চাদের খুব চিন্তা হয়।
আরও পড়ুনঃ বহুদিন বন্ধ থাকা পর আবার খুলছে জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক
শুধু যে অভিভাবকদের দুশ্চিন্তা বাড়িয়েছে ডগাই চাঁদ নদীর ওপর ভেঙে যাওয়া সেতু টি, তাই নয়, জীবনের ঝুকি নিয়ে স্কুলে আসা ছাত্রদেরচোখে মুখে ফুটে উঠছে নিত্য দিনের এই বিপদের ছায়া।এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেব নাথ জানান, আমাদের কাছে খবর এসেছে দ্রুত ওই এলাকায় লোক পাঠানো হচ্ছে।
Geetashree Mukherjee





