এর পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গরুমারা ওয়াইল্ড লাইফ স্কোয়াড এর বন রক্ষী সৌভিক মন্ডল। তবে সাপটি নিজেকে শাটারের মধ্যে লুকিয়ে ফেলায় বেশ কিছুটা বেগ পেতে হয় উদ্ধার করতে বলে জানান সৌভিক বাবু। বেশ খানিক ক্ষণ চেষ্টা চালিয়ে অবশেষে বিষাক্ত গোখরো সাপকে উদ্ধার করেন সৌভিকবাবু। এর পর সেটিকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বন দফতরের তরফে।
advertisement
আরও পড়ুন Durga Puja 2022: ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম এবার দুর্গাপুজোর থিমে! চমক মালদহের মণ্ডপে
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগান থেকে একটি বিশাল অজগর সাপ উদ্ধার হয়। এর পরও একাধিক সাপ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বের হয়।এই প্রসঙ্গে উল্লেখ্য, কিছুদিন ধরেই জলপাইগুড়ি ও পার্শ্ববর্তী এলাকা থেকে একাধিক পাইথন ও অনান্য সরীসৃপ উদ্ধার হয়েই চলেছে। নগরায়ণের ফলে জঙ্গল কেটে ফেলা হচ্ছে। ফলে বন্যপ্রানীরা ছুটে আসছে বসতি স্থানে।এর আগে জলপাইগুড়ি শহর থেকেই এক মাসের মধ্যে একের পর এক অজগর উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন North 24 Parganas News: এ এক অদ্ভুত অ্যাম্বুলেন্সের গল্প! শুনলে চমকে যাবেন!
কখনও ঝোপে, কখনও ডোবায় কখনও বা মাছ ধরার জালে, অফিসে, স্কুলের ক্লাসরুমে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে এই সাপগুলিকে। প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয়েই এমন অবস্থা বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। বারবার কখনো শহরের মধ্যে কখনো বাইরে এভাবেই দিনে রাতে ছুটে আসছে বন্যপ্রানীরা। ক্রমশ, বাস্তুতন্ত্র নষ্ট হবার ফলেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে পরিবেশপ্রেমীদের তরফে জানা গিয়েছে।
গীতশ্রী মুখোপাধ্যায়






