Durga Puja 2022: ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম এবার দুর্গাপুজোর থিমে! চমক মালদহের মণ্ডপে
Last Updated:
Malda News- কাঁচা বাদাম, গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবনবাবু। তাঁর এই বিখ্যাত গানের থিমকে নিয়েই মালদহের মৃৎশিল্পী সুশান্ত সরকারের দূর্গা প্রতিমা তৈরির চিন্তাভাবনা।
মালদহ- ভূবন বাদ্যকরের কাঁচা বাদাম এবার মালদহের দূর্গা পুজোর থিমে। কাঁচা বাদাম, গান গেয়ে রাতারাতি সোশাল মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভূবনবাবু। তাঁর এই বিখ্যাত গানের থিমকে নিয়েই মালদহের মৃৎশিল্পী সুশান্ত সরকারের দূর্গা প্রতিমা তৈরির চিন্তাভাবনা। দূর্গা প্রতিমার সাজের মধ্যে দিয়ে তিনি কাঁচা বাদাম গানের থিম তুলে ধরছেন। বাদাম এবং বাদামের খোসা দিয়ে দুর্গা প্রতিমার সাজ তৈরি করছেন তিনি।
মৃৎশিল্পী সুশান্ত সরকার প্রতিবছর নিত্য নতুন থিমের প্রতিমা তৈরি করে থাকেন। এর আগেও সুতো, বোতাম, পুজোর সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করে দর্শকদের মন জয় করেছেন। তবে করোনা পরিস্থিতিতে মাঝে দুই বছর থিমের প্রতিমা তৈরি করতে পারেননি। এই বছর পরিস্থিতি স্বাভাবিক হতেই থিমের প্রতিমা তৈরির বরাদ মিলেছে।এবছর তিনি তৈরি করছেন মোট ১৯ টি দুর্গা প্রতিমা। এর মধ্যে অন্যতম মালদহ শহরের রায়পাড়া আরতি সংঘের দুর্গা প্রতিমা। বাদামের সাজের প্রতিমা আরতি সংঘের।কাঁচা বাদাম এবং তার খোসা দিয়ে তৈরি হচ্ছে দেবীর সাজ।
advertisement
আরও পড়ুন দিঘার সৈকতে ভেসে উঠল মৃতদেহ! সমুদ্র শহরে চাঞ্চল্য
পুজো কমিটির পক্ষ থেকে কাঁচা বাদাম থিমের প্রতিমা তৈরির বরাদ দেওয়া হয় মৃৎশিল্পী সুশান্ত সরকারকে।প্রতিমা মাটির তৈরি হচ্ছে। সাজে থাকছে বাদাম ও বাদাম খোসা। উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কার্ডবোর্ড, ফেভিকল আঠা রঙিন সুতো, বাদামের খোসা এবং কাঁচা বাদাম। সাজ তৈরি করতে মোট ৩০ কেজি বাদাম লেগেছে। কাজ শেষ করতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। এই প্রতিমার দাম হয়েছে ৮০ হাজার টাকা।
advertisement
advertisement
করোনা পরিস্থিতি স্বাভাবিক। এই বছর পুজোয় মানুষ অবাধে সামিল হতে পারবেন। এখন থেকেই পুজো উদ্যোগ করা সমস্ত রকম পুজোর প্রস্তুতি শুরু করেছে। মাঝে দুই বছর তেমন থিমের পুজো হয়নি। এবার থিমের পুজোয় মেতে উঠবে সকলে। এখন থেকেই শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি। দর্শনার্থীদের মন জয় করতে মৃৎশিল্পী থেকে পূজা উদ্যোক্তা গুলি নিজেদের মতো ব্যস্ততায় মেতে উঠেছে।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
First Published :
August 30, 2022 6:56 PM IST