নির্যাতিতা নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সম্পর্কে নাবালিকার দাদু। দীর্ঘদিন থেকে নাবালিকাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করে সে। অভিযোগ, ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। নাবালিকার পরিবারের তরফে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নাবালিকার শারীরিক পরীক্ষা করিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : প্রবল বর্ষণে মন্দিরের সামনে টিনের চালের উপর ভেঙে পড়ল বিশাল নিম গাছ, নিহত ৭ পুণ্যার্থী
আরও পড়ুন: ফিরছে করোনার সর্বনাশা অতীত? মাস্ক পরতেই হবে, এই তিন রাজ্যে নির্দেশ দিয়ে দিল প্রশাসন
পরিবারের লোকেদের দাবি, বাড়িতে টিভি নেই। পাশের বাড়িতে টিভি দেখতে যেত ওই নাবালিকা। ফেরার পথে তাকে ধর্ষণ করেন এলাকারই এক প্রৌঢ়! শুধু তাই নয়, মুখ বন্ধ রাখার জন্য নির্যাতিতাকে ভয় দেখায়ও অভিযুক্ত।
সুরজিৎ দে