হোম /খবর /দেশ /
প্রবল বর্ষণে টিনের চালের উপর ভেঙে পড়ল বিশাল নিম গাছ, নিহত ৭ পুণ্যার্থী

Maharashtra Accident: প্রবল বর্ষণে মন্দিরের সামনে টিনের চালের উপর ভেঙে পড়ল বিশাল নিম গাছ, নিহত ৭ পুণ্যার্থী

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Maharashtra Accident: প্রবল বর্ষণে ধসে পড়ে মাথার উপর টিনের আচ্ছাদন

  • Share this:

অকোলা : টিনের চালের উপর পুরনো, বড় নিম গাছ ভেঙে পড়ায় মৃত্যু হল কমপক্ষে ৭ পুণ্যার্থীর। রবিবার এই মর্মান্তিক ঘটনা ঘটে মহরাষ্ট্রের অকোলায় একটি মন্দিরের সামনে। জানা গিয়েছে অন্তত ৪০ জন দাঁড়িয়ে ছিলেন ওই চালের নীচে। প্রবল বর্ষণে ধসে পড়ে মাথার উপর টিনের আচ্ছাদন।

অকোলার জেলাশাসক নীমা অরোরা জানিয়েছন, ‘‘ওই টিনের চালের নীচে অন্তত ৪০ জন অপেক্ষা করছিলেন। দুর্ঘটনার পর তাঁদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে হয় ৭। আকোলা জেলার পারস অঞ্চলে ওই পুণ্যার্থীরা একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সমবেত হয়েছিলেন।

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি ট্যুইটারে তাঁর শোকবার্তা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ফড়নবীশ।

আরও পড়ুন :  বারবার তিনবার! ফের ভূমিকম্পের ঝটকায় দুলে উঠল দেশের ‘এই’ অংশ

দুর্ঘটনার পরেই অকুস্থলে পৌঁছন জেলাশাসক এবং পুলিশ সুপার। আহতদের দ্রুত শুশ্রূষার ব্যবস্থা করা হয়। জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। যাঁদের আঘাত তুলনামূলকভাবে কম, তাঁদের প্রাথমিক শুশ্রূষা করা হয় বালাপুর হাসপাতালে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Maharashtra, Rain