হোম » ছবি » দেশ » ফিরছে করোনার সর্বনাশা অতীত? মাস্ক পরতেই হবে, তিন রাজ্যে নির্দেশ দিল প্রশাসন

Covid 19: ফিরছে করোনার সর্বনাশা অতীত? মাস্ক পরতেই হবে, এই তিন রাজ্যে নির্দেশ দিয়ে দিল প্রশাসন

  • 15

    Covid 19: ফিরছে করোনার সর্বনাশা অতীত? মাস্ক পরতেই হবে, এই তিন রাজ্যে নির্দেশ দিয়ে দিল প্রশাসন

    হঠাৎ করেই দেশজুড়ে করোনা আতঙ্ক তীব্র ভাবে বৃদ্ধি পাচ্ছে৷ দৈনিক আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য দেশজুড়ে কোভিড মক-ড্রিল করার কথা ঘোষণা করেছেন এপ্রিল মাসের ১০ ও ১১ তারিখে৷

    MORE
    GALLERIES

  • 25

    Covid 19: ফিরছে করোনার সর্বনাশা অতীত? মাস্ক পরতেই হবে, এই তিন রাজ্যে নির্দেশ দিয়ে দিল প্রশাসন

    তিনি রবিবার জানিয়েছেন, এই নিয়ে প্রশাসনের অন্দরে বিস্তারিত কথাবার্তা চলছে৷ দেশের বিভিন্ন অংশে চিকিৎসাকেন্দ্রগুলিতে কোভিডের বিষয়ে যাতে সতর্ক থাকা হয়, যাতে জিনোম সিকোয়েন্সিংয়েপ মতো কাজও করা হয়, সাধারণ মানুষকে সতর্ক করা হয়, সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে৷

    MORE
    GALLERIES

  • 35

    Covid 19: ফিরছে করোনার সর্বনাশা অতীত? মাস্ক পরতেই হবে, এই তিন রাজ্যে নির্দেশ দিয়ে দিল প্রশাসন

    ইতিমধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর শনিবারই ঘোষণা করে দিয়েছেন, হরিয়ানায় পাবলিক প্লেসে নিয়মিত মাস্ক আবারও পরতে হবে৷ করোনা যাতে আগের মতোই ছড়িয়ে না পড়তে পারে, সেই কারণেই সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শয্যা, রসদ এবং অক্সিজেনের সরবরাহ সমস্তকিছুই মজুত রাখবে দেশ৷

    MORE
    GALLERIES

  • 45

    Covid 19: ফিরছে করোনার সর্বনাশা অতীত? মাস্ক পরতেই হবে, এই তিন রাজ্যে নির্দেশ দিয়ে দিল প্রশাসন


    কেরলেও মাস্ক নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অন্তঃস্বত্ত্বা মহিলাদের জন্য ও বয়স্ক মানুষদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ এ ছাড়া ডায়াবিটিস ও হাইপারটেনশনের মতো রোগ যে সমস্ত মানুষদের মধ্যে রয়েছে, তাঁদেরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷

    MORE
    GALLERIES

  • 55

    Covid 19: ফিরছে করোনার সর্বনাশা অতীত? মাস্ক পরতেই হবে, এই তিন রাজ্যে নির্দেশ দিয়ে দিল প্রশাসন

    এর পরে একই সিদ্ধান্ত নিয়েছে পুদুচেরির সরকারও৷ শুক্রবার পুদুচেরি সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য একাধিক করোনা অ্যাডভাইজারি জারি করা হয়েছে৷ সেখানে মাস্ক নিয়ে বলা হয়েছে, পাবলিক প্লেসে অবশ্যই মাস্ক পরতে হবে৷

    MORE
    GALLERIES