TRENDING:

Jalpaiguri News: বেহাল চলাচলের রাস্তা, তবুও হুঁশ নেই প্রশাসনের!

Last Updated:

বর্ষায় বেহাল রাস্তা তবুও হুঁশ নেই প্রশাসনের। জলপাইগুড়ি পুরসভা এলাকার কিংসাহেবের ঘাট এলাকায় বেহাল চলাচলের রাস্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়িঃ বর্ষায় বেহাল রাস্তা তবুও হুঁশ নেই প্রশাসনের। জলপাইগুড়ি পুরসভা এলাকার কিংসাহেবের ঘাট এলাকায় বেহাল চলাচলের রাস্তা। নিত্যদিন ঝুঁকির যাত্রা করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবুও হুঁশ ফিরছে না প্রশাসনের। চলাচল করতে গেলেই একাধিক সমস্যার মধ্যে পড়তে হয় কিংসাহেবের ঘাট এলাকার হাজারখানেক বাসিন্দাকে। কোথাও রাস্তা এবড়ো খেবড়ো, কোথাও আবার রাস্তার মাঝে ঢাল, কোথাও মাঝে বড় বড় গর্ত, যা নিয়ে রীতিমত নাজেহাল পুর এলাকার করলাপাড়ের মানুষজন। বর্ষাকালে বা রাতের বেলার কথা তো আর বলারই অপেক্ষা রাখে না।
advertisement

ফাকা রাস্তাতেও যেন সর্বদা একটা ভয়। স্কুল কলেজের ছাত্রছাত্রী নিয়ে যাওয়া টোটোগুলি যেন দুলতে দুলতে যাতায়াত করে। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকে। হাঁটতে গেলে হোঁচট খেয়ে একাকার অবস্থা সাধারণ মানুষের। বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই সমস্যাটা যেন আরো বেশী হয়ে দাঁড়ায়। কথাও উঠে গিয়েছে রাস্তার ওপরের আবরণ, কোথাও পাথর উঠে গিয়েছে,পাকা রাস্তা মাটি হয়ে গিয়েছে কিছু জায়গায়।

advertisement

আরও পড়ুনঃ ডাকাতির আগেই ছক বানচাল! পুলিশের জালে তিন দুষ্কৃতী

একটু বর্ষায় সামান্য জল জমলে সেখানে কাদা তৈরি হয়ে একাকার অবস্থা সৃষ্টি হচ্ছে। হেঁটে যাতায়াত করার সমস্যা তো আছেই সাথে সাথে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে গাড়ির ক্ষেত্রে, টোটোর ক্ষেত্রে। স্থানীয় মানুষও বিরক্ত। তাদের কথায়, রাস্তার এমন অবস্থা বলার মত নয়। এই রাস্তা গুলির জন্য যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে এই রাস্তা যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষের সারাই করা দরকার। এলাকায় একাধিক অফিস রয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ জলপাইগুড়িতে জগদীন্দ্রদেবের ১৫৯তম ও সরোজেন্দ্রদেব রায়কতের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন

প্রচুর মানুষ আসেন। স্থানীয়দের অভিমত, যে ভাবে সামান্য জলেই রাস্তা গুলি ভেঙে যাচ্ছে, তা তে খুব সমস্যার মধ্যে পড়ে সাধারণ মানুষ। যদিও এই প্রসঙ্গে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, টেন্ডার শেষ হয়েছে। রাস্তাগুলির অবস্থা বেহাল ঠিকই। বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তার কাজ। পুজোর আগেই পদক্ষেপ নেওয়া হবে। পুরসভাও সচেতন রয়েছে এই বিষয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Geetashree Mukherjee

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বেহাল চলাচলের রাস্তা, তবুও হুঁশ নেই প্রশাসনের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল