Jalpaiguri News: জলপাইগুড়িতে জগদীন্দ্রদেবের ১৫৯তম ও সরোজেন্দ্রদেব রায়কতের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন

Last Updated:

জলপাইগুড়ির বুকে জন্ম নিয়েছেন ভারতবর্ষের বহু জ্ঞানীগুনী সন্তান। তা সে শিল্প হোক বা সংষ্কৃতি, কিংবা উচ্চশিক্ষা, বা খেলাধূলো দেশের দশের সম্মানীয় বহুমানুষ জলপাইগুড়িতে জন্ম নিয়ে তাদের কাজের চিহ্ন রেখেছেন ইতিহাসের পাতায়।

#জলপাইগুড়িঃ জলপাইগুড়ির বুকে জন্ম নিয়েছেন ভারতবর্ষের বহু জ্ঞানীগুনী সন্তান। তা সে শিল্প হোক বা সংষ্কৃতি, কিংবা উচ্চশিক্ষা, বা খেলাধূলো দেশের দশের সম্মানীয় বহুমানুষ জলপাইগুড়িতে জন্ম নিয়ে তাদের কাজের চিহ্ন রেখেছেন ইতিহাসের পাতায়। এরকম কয়েকটি উজ্জ্বল নামের মধ্যে অন্যতম হলেন সরোজেন্দ্র দেব রায়কত ও তার পিতা জগদীন্দ্রদেব রায়কত। জলপাইগুড়ির আর্ট গ্যালারিই তাদেরই স্মৃতিতে জড়ানো একটি প্রতিষ্ঠান। যেটির অপর নাম সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্র।
 
 
advertisement
সারা বছর ধরে এখানে একাধিক অনুষ্ঠান, শো, মেলা, সরকারি কর্মশালা, নাটক ইত্যাদি হয়ে থাকে। এক কথায়, জেলার শিল্পচর্চায় এই গ্যালারি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে দশকের পর দশক ধরে। আন্তর্জাতিক স্তরের শিল্পীদের অনুষ্ঠান করা এই আর্ট গ্যালারি যে মহান ব্যক্তির নামে তিনিই হলেন সরোজেন্দ্র দেব রায়কত। তার পিতা প্রখ্যাত মনীষী জগদীন্দ্রদেব রায়কতের ১৫৯তম জন্মজয়ন্তী সরোজেন্দ্রদেব রায়কতের ১২৫ তম জন্মজয়ন্তী আজ।
advertisement
আরও পড়ুনঃ এখনও মেলেনি দুর্গাপুজোর অনুদানের টাকা! শীঘ্রই দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ
যা শ্রদ্ধা সম্মানের সাথে উদযাপন করা হলো জলপাইগুড়িতে। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ঐতিহাসিক থেকে শুরু করে শিক্ষক। প্রসঙ্গত, বিশিষ্ট সংগীত শিল্পী জগদিন্দ্র দেব রায়কত তার পুত্র সরোজেন্দ্রদেব রায়কতের আজ জন্ম দিবস একইসাথে। সেই জন্য সরোজেন্দ্রদেব রায়কতের কলাকেন্দ্রে তাদের জন্ম জয়ন্তী উদযাপন করা হল একযোগে।
advertisement
Geetashree Mukherjee
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলপাইগুড়িতে জগদীন্দ্রদেবের ১৫৯তম ও সরোজেন্দ্রদেব রায়কতের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement