Jalpaiguri News: ডাকাতির আগেই ছক বানচাল! পুলিশের জালে তিন দুষ্কৃতী

Last Updated:

জেলা জুড়ে গত কয়েকদিন ধরে যেন লাগাতার বেড়েই চলেছে চুরি ডাকাতির ঘটনা। কখনো বাড়ির দরজা জানলা ভেঙে চুরি, কখনো গাড়ি চুরি, কখনো সোনাদানা ইত্যাদি চুরির কান্ড যেন প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

#জলপাইগুড়িঃ জেলা জুড়ে গত কয়েকদিন ধরে যেন লাগাতার বেড়েই চলেছে চুরি ডাকাতির ঘটনা। কখনো বাড়ির দরজা জানলা ভেঙে চুরি, কখনো গাড়ি চুরি, কখনো সোনাদানা ইত্যাদি চুরির কান্ড যেন প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজ আবারও তেমনই একটি ঘটনার পুনরাবৃত্তি হল। এবার ডাকাতির ছক বানচাল করল পুলিশ। পুলিশের হাতে ধূপগুড়িতে গ্রেপ্তার ৩ সশস্ত্র দুষ্কৃতী। পুজোর মুখে ডাকাতির ছক বানচাল করে তিনজন সশস্ত্র দুষ্কৃতীকে পাকড়াও করার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য জেলা জুড়ে। ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় থেকে ঝুমুরগামী গ্রামীণ সড়কের মাঝামাঝি এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
ধৃতদের কাছ থেকে ধারাল অস্ত্র, রড সহ বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২-১৩ জনের ওই দলটি গ্রামীণ সড়কের পাশের মাঠে জমায়েত হয়ে ডাকাতির ছক কষছিল। বিনয় শা এলাকাতেই একটি বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশি অভিযানে তিনজন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। উল্লেখ্য, কিছুদিন আগেই ঝুমুর এলাকায় এক ব্যবসায়ীর পরিবারের সকলকে অচৈতন্য করে লুটপাটের ঘটনা ঘটেছিল।
advertisement
advertisement
ওই ঘটনার পর থেকেই পুলিশ ধূপগুড়ির শহরতলি সড়কগুলিতেও টহলদারি বাড়িয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর মুখে গোটা জেলাজুড়েই পুলিশের বাড়তি নজরদারি চলছে। প্রায়শই ওই এলাকায় দুষ্কৃতী তান্ডবের কথা জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, আগেও এই বাড়িতে প্রায়শই এই ধরণের চুরির ঘটনা ঘটেছে। বাড়ি ফাকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে অসামাজিক কাজকর্ম লেগেই থাকে।
advertisement
পার্শ্ববর্তী এলাকাতেও এই দুষ্কৃতীর আগে দেখা পাওয়া গেছে বলে এলাকার মানুষ জানান। এলাকাবাসীরা বেশ কয়েকবার মারধরও করেছে তাদের। প্রসঙ্গত, আজ গ্রামের পথে তাদের আনাগোনার খবর সূত্র থেকে পেয়েই ছুটে যায় পুলিশ। এলাকার মানুষ পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই তিন জনকে ধরে।এর পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া হয় তাদের। বারবার চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে কঠোর শাস্তি দেবার দাবি জানান।
advertisement
Geetashree Mukherjee
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ডাকাতির আগেই ছক বানচাল! পুলিশের জালে তিন দুষ্কৃতী
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement