উৎসবের দিনে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বক্সিপাড়া সংলগ্ন জোড়া কদম এলাকায়। দীপাবলির সকালে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গিয়েছে মৃত নাবালকের বাড়ি জলপাইগুড়ির সদর ব্লকের গড়ালবাড়ি এলাকায়। পুজোর ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে।
আরও পড়ুন ৮ বছরের বাচ্চার হাতের কাজে তাক লেগেছে! বানিয়েছে ১ ফুটের কালী প্রতিমা
advertisement
আরও পড়ুন Dhanteras: এক রাতেই বড়লোক হলেন ঝাঁটা ব্যবসায়ীরা, ধনতেরসে ঝাঁটা কেনার হিড়িক জেলায়
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুদের সঙ্গে বাড়িতে মাটি দিয়ে কিছু কাজ করছিল সে৷ তৈরি করা হচ্ছিল মাটির পাহাড়। সেই সময় একটি বিষধর সাপ কামড়ে দেয় তাকে। গুরুতর অসুস্থ অবস্থায় তড়িঘড়ি করে এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক সময় নষ্ট হলেও কাজের কাজ কিছুই হয়নি। অসুস্থ নাবালকের শারীরিক অবস্থা আরও খারাপ হয়। এরপর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওঝার বুজরুকির কারণে সময় নষ্ট হওয়ায় ছেলেটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে।
সুরজিৎ দে