ভোটের ঢাকে কাঠি পরতেই এই তিন পঞ্চায়েত ভোট প্রার্থী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। সম্পর্কে তাঁরা একে অপরের জা হলেও ভোট ময়দানে যে যার মতোই তৈরি করেছিলেন রণকৌশল। অবশেষে মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত ভোটের গণনার পর শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী। দুই জা-কে ভোট যুদ্ধে পরাজিত করে জয়ী তৃনমূল প্রার্থী বলেন।
আরও পড়ুনঃ কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
advertisement
আরও পড়ুনঃ গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে বাধা! পথ আটকে বিক্ষোভ! হাজির দিলীপ ঘোষ
জয়ী প্রার্থী পুনম চক্রবর্তী তৃণমূলের কংগ্রেস। তিনি বলেন, “এই জয় সম্পর্কে ভাটা পড়বে না। রাজনীতি রাজনীতির জায়গায়, সম্পর্ক সম্পর্কের জায়গায়। আমার এই লড়াই এলাকার উন্নয়নের লড়াই। এলাকার যে সব উন্নয়ন জায়গায় উন্নয়ন হয়নি, সেসব জায়গায় উন্নয়ন করব।”
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 5:40 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Mimi Chakraborty: মিমির 'তৃণমূলের' মামী জিতলেন, হারলেন সিপিএম-কংগ্রেসের মামী