জানা গিয়েছে, বিয়ের দশ বছর হওয়ার পরেও গয়েরকাটার এক ব্যক্তি অপর এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। ধূপগুড়ির মিলপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে রাখেন প্রেমিকাকে। পরকীয়ার টানে মহিলাও তাঁর স্বামীকে ছেড়ে ভাড়াবাড়িতে চলে আসেন।
আরও পড়ুন: স্কুলের দরজা খোলা থেকে মিড ডে মিলের দেখভাল, অবসরের পরও রোজ বিনা পারিশ্রমিকে পড়াতে আসেন এই শিক্ষক
advertisement
আরও পড়ুন: বারান্দার জালে হেলান দিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করার চরম খেসারত, জলপাইগুড়ি ফিরল নিথর দেহ
সেই বাড়িতে ওই ব্যক্তির নিয়মিত যাতায়াত ছিল। তার ২টি সন্তান ও মহিলার একটি সন্তান রয়েছে। এদিন স্ত্রী জানতে পেরে দল বেঁধে ভাড়া বাড়িতে আসেন এবং অপর মহিলার উপর চড়াও হন। ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ।
এই বিষয় নিয়ে ওই প্রেমিকা বলেন, ''আমার সঙ্গে বহু দিনের চেনা পরিচিতি ছিল। আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি। আমাকে বিভিন্ন জায়গা নিয়ে যায় এবং ভাড়াবাড়িতে রাখে। আমি তো বাড়ি ছেড়ে চলে এসেছি। আমার স্বীকৃতি চাই।''
সুরজিৎ দে