TRENDING:

Jalpaiguri News: জলপাইগুড়ি-শিলিগুড়ির সরকারি বাস ছাড়ার সময় পরিবর্তন, সমস্যায় পড়েছেন যাত্রীরা

Last Updated:

জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যে যাতায়াতকারী শেষ সরকারি বাস ছাড়ার সময় পরিবর্তন হয়েছে। জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: জলপাইগুড়ি-শিলিগুড়ির মধ্যে যাতায়াতকারী শেষ সরকারি বাস ছাড়ার সময় পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন‌ যাত্রীরা। ২৩ অগাস্ট থেকে জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যে চলাচল করা শেষ সরকারি বাসটি রাত ৮ টা ৩০ মিনিটে ছাড়বে বলে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে যাত্রী সাধারণকে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আগে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি উভয় দিক থেকেই রাত ৯ টায় শেষ বাসটি ছাড়ত।
advertisement

রাতের শেষ বাসের সময় এগিয়ে দেওয়ায় যাত্রী সাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। রাতের শেষ বাসের উপর অনেকেই ভরসা করে থাকেন, বিশেষ করে ছাত্রছাত্রী এবং বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীরা। এই প্রসঙ্গে রাষ্ট্রীয় পরিবহণে যাতায়াত করা এক শিক্ষক কল্যাণ দাস বলেন, 'রাতের শেষ বাসের টাইম এগিয়ে দেওয়াতে সমস্যা হবেই, কারণ অনেকেই কাজ শেষ করে শেষ সরকারি বাসে বাড়ি ফেরেন। ফলে যারা নিত্যযাত্রী তাঁদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।'

advertisement

আরও পড়ুন: গোড়ায় গলদ, ২০১১ থেকে প্রাথমিকের সব চাকরি খতিয়ে দেখবে ইডি! তোলপাড় বাংলা

যদিও এই সময় পরিবর্তন নিয়ে জলপাইগুড়ি ডিপোর সিনিয়র কনডাক্টর কৃষ্ণ রাহা জানিয়েছেন, রাত ৯ টায় বাসটিতে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সাময়িক ভাবে এই পরিবর্তন করা হয়েছে।এন বি এস টি সির শিলিগুড়ি জলপাইগুড়ি রুটের নিত্য এক যাত্রী সুমিত দে বলেন, রাতের শেষ বাসের সময় এগিয়ে আনার ফলে বহু যাত্রীর সমস্যা হবে।

advertisement

View More

আরও পড়ুন: পরীক্ষায় কম নম্বর দেওয়ায় শিক্ষককে গাছে বেঁধে বেধড়ক মারল ছাত্ররা, অভাবনীয় কাণ্ড!

রাতের এই বাসটিতে করে বাড়ি ফিরতেন। আচমকা এভাবে বন্ধ করে দেওয়ায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সামনেই মরশুম। তার আগে অনেক ব্যবসায়ীরাই শিলিগুড়ি থেকে মাল আনতে যান। রাতের বাসে বাড়ি ফিরে আসেন। আবার, সাধারণ মানুষ বাজার করতে সকালে বা দুপুরে গিয়ে রাতে ফেরেন। তাই এই মূহুর্তে তাদেরকে সতর্কতার সাথে যাতায়াত করতে হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাতের শুনশান রাস্তায় আচমকা জেলা পরিষদের সহকারী সভাধিপতির গাড়ির সামনে লেপার্ড! হাড়হিম কাণ্ড
আরও দেখুন

গীতশ্রী মুখার্জি

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলপাইগুড়ি-শিলিগুড়ির সরকারি বাস ছাড়ার সময় পরিবর্তন, সমস্যায় পড়েছেন যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল