রাতের শেষ বাসের সময় এগিয়ে দেওয়ায় যাত্রী সাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। রাতের শেষ বাসের উপর অনেকেই ভরসা করে থাকেন, বিশেষ করে ছাত্রছাত্রী এবং বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীরা। এই প্রসঙ্গে রাষ্ট্রীয় পরিবহণে যাতায়াত করা এক শিক্ষক কল্যাণ দাস বলেন, 'রাতের শেষ বাসের টাইম এগিয়ে দেওয়াতে সমস্যা হবেই, কারণ অনেকেই কাজ শেষ করে শেষ সরকারি বাসে বাড়ি ফেরেন। ফলে যারা নিত্যযাত্রী তাঁদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।'
advertisement
আরও পড়ুন: গোড়ায় গলদ, ২০১১ থেকে প্রাথমিকের সব চাকরি খতিয়ে দেখবে ইডি! তোলপাড় বাংলা
যদিও এই সময় পরিবর্তন নিয়ে জলপাইগুড়ি ডিপোর সিনিয়র কনডাক্টর কৃষ্ণ রাহা জানিয়েছেন, রাত ৯ টায় বাসটিতে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সাময়িক ভাবে এই পরিবর্তন করা হয়েছে।এন বি এস টি সির শিলিগুড়ি জলপাইগুড়ি রুটের নিত্য এক যাত্রী সুমিত দে বলেন, রাতের শেষ বাসের সময় এগিয়ে আনার ফলে বহু যাত্রীর সমস্যা হবে।
আরও পড়ুন: পরীক্ষায় কম নম্বর দেওয়ায় শিক্ষককে গাছে বেঁধে বেধড়ক মারল ছাত্ররা, অভাবনীয় কাণ্ড!
রাতের এই বাসটিতে করে বাড়ি ফিরতেন। আচমকা এভাবে বন্ধ করে দেওয়ায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সামনেই মরশুম। তার আগে অনেক ব্যবসায়ীরাই শিলিগুড়ি থেকে মাল আনতে যান। রাতের বাসে বাড়ি ফিরে আসেন। আবার, সাধারণ মানুষ বাজার করতে সকালে বা দুপুরে গিয়ে রাতে ফেরেন। তাই এই মূহুর্তে তাদেরকে সতর্কতার সাথে যাতায়াত করতে হচ্ছে।
গীতশ্রী মুখার্জি





