পরীক্ষায় কম নম্বর দেওয়ায় শিক্ষককে গাছে বেঁধে বেধড়ক মারল ছাত্ররা, অভাবনীয় কাণ্ড!

Last Updated:

কিন্তু কেন এমন ঘটনা ঘটল ওই স্কুলে? আচমকা শিক্ষকদের গাছে বেঁধে কেন মারল ছাত্ররা?

শিক্ষককে গাছে বেঁধে বেধড়ক মার
শিক্ষককে গাছে বেঁধে বেধড়ক মার
#দুমকা: স্কুলজীবনে শিক্ষক-শিক্ষিকার হাতে মার সকলেই কম-বেশি খেয়েছেন। কিন্তু কখনও ভেবেছেন শিক্ষককেই মারধর করছে ছাত্ররা? সত্যিই এমন অভাবনীয় ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের দুমকায়। অঙ্কের শিক্ষক ও এক অশিক্ষক কর্মীকে গাছের সঙ্গে বেঁধে মার দিলেন ছাত্রেরা। কিন্তু কেন এমন ঘটনা ঘটল ওই স্কুলে? আচমকা শিক্ষকদের গাছে বেঁধে কেন মারল ছাত্ররা?
জানা গিয়েছে, ওই অঙ্কের শিক্ষক পরীক্ষায় কম নম্বর দিয়েছিলেন। সেই রাগেই ছাত্ররা সকলে মিলে ওই শিক্ষককে গাছে বেঁধে মারধর করে। সোমবার গোপিকান্দারের ট্রাইব রেসিডেন্সিয়াল সরকারি স্কুলে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ৩২ জন ছাত্রের মধ্যে ১১ জন ডাবল ডি গ্রেড পেয়েছে অঙ্ক পরীক্ষায়। এর অর্থ তারা প্রত্যেকেই অঙ্কে পাস করতে পারেনি।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে গণপতি বন্দনা, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির
নবম শ্রেণির এই পরীক্ষার ফল গত শনিবারই প্রকাশিত হয়েছে। গোপিকান্দারের পুলিশ স্টেশন ইন-চার্জ নিত্যানন্দ ভোক্তা জানিয়েছেন, 'এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। কোনও লিখিত অভিযোগও দায়ের করা হয়নি। স্কুল কর্তৃপক্ষ এই অভিযোগ দায়ের করতে চাইছেন না, যদি ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, সেই আশঙ্কায়।'
advertisement
স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, প্র্যাকটিকাল পরীক্ষায় কম নম্বর পেয়েই শিক্ষকের বিরুদ্ধে রাগ জমে ছাত্রদের। তবে এই ঘটনায় কয়েকজন শিক্ষকেরও হাত রয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের। তবে স্কুলের নিয়মশৃঙ্খলা রক্ষার খাতিরে নবম ও দমশ শ্রেণির ক্লাস দু'দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরীক্ষায় কম নম্বর দেওয়ায় শিক্ষককে গাছে বেঁধে বেধড়ক মারল ছাত্ররা, অভাবনীয় কাণ্ড!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement