দেশজুড়ে গণপতি বন্দনা, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
৩১ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গণেশ উৎসব। (Ganesh Chaturthi 2022)
#নয়াদিল্লি: বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। উৎসবের সূচনায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। ৩১ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই গণেশ উৎসব।
গণেশ পুজো করার একটি পুরনো ছবি শেয়ার করে এদিন নরেন্দ্র মোদি ট্যুইটে লিখেছেন, 'দয়া এবং ভ্রাতৃত্বের চেতনা সর্বদা বিরাজ করবে। গণপতি বাপ্পা মোরিয়া! গণেশ চতুর্থীর শুভেচ্ছা। ভগবান শ্রী গণেশের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকুক'। ট্যুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতিও।
यतो बुद्धिरज्ञाननाशो मुमुक्षोः, यतः सम्पदो भक्तसन्तोषिकाः स्युः। यतो विघ्ननाशो यतः कार्यसिद्धिः, सदा तं गणेशं नमामो भजामः।। गणेश चतुर्थी की ढेरों शुभकामनाएं। गणपति बाप्पा मोरया! Best wishes on Ganesh Chaturthi. May the blessings of Bhagwan Shri Ganesh always remain upon us. pic.twitter.com/crUwqL6VdH
— Narendra Modi (@narendramodi) August 31, 2022
advertisement
advertisement
गणेश चतुर्थी पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं। विघ्नहर्ता और मंगलमूर्ति भगवान गणेश ज्ञान, सिद्धि और सौभाग्य के प्रतीक हैं। मेरी कामना है कि श्री गणेश के आशीर्वाद से सभी के जीवन में सुख,शांति और समृद्धि का संचार हो।
— President of India (@rashtrapatibhvn) August 31, 2022
advertisement
আরও পড়ুন: ডুয়ার্সজুড়ে পার্থ-ঘনিষ্ঠ প্রসন্নর একাধিক রিসর্টের খোঁজ! 'মালিকের' গ্রেফতারির খবরে আতঙ্কে কর্মীরা
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, 'গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। ভগবান গণেশ- আমাদের জন্য জ্ঞান, কৃতিত্ব এবং সৌভাগ্যের প্রতীক।' দশ দিনব্যাপী গণেশ চতুর্থী উৎসব বুধবার মহারাষ্ট্র সহ এবং দেশের অন্যত্র শুরু হয়েছে। গণেশ চতুর্থী মহারাষ্ট্রের অন্যতম বড় উৎসব। মুখ্যমন্ত্রী শিন্ডে তার স্ত্রী, ছেলের সঙ্গে গণেশ পুজোতে সামিল হন। গত ৩০ জুন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে।
advertisement
আরও পড়ুন: গোড়ায় গলদ, ২০১১ থেকে প্রাথমিকের সব চাকরি খতিয়ে দেখবে ইডি! তোলপাড় বাংলা
গণেশের জন্ম উপলক্ষে এই উৎসব পালন করা হয় দেশজুড়ে। দশদিনব্যাপী পুজোয় বড় বড় প্যান্ডেল তৈরি করে সেখানে আরাধ্য হন গণেশ। নতুন জামা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে পালিত হয় গণেশ চতুর্থী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 1:57 PM IST