ডুয়ার্সজুড়ে পার্থ-ঘনিষ্ঠ প্রসন্নর একাধিক রিসর্টের খোঁজ! 'মালিকের' গ্রেফতারির খবরে আতঙ্কে কর্মীরা

Last Updated:

থাকতেন টালির চালের ঘরে, আর সেখান থেকেই দিঘা-উত্তরবঙ্গে একাধিক সম্পত্তির মালিক হয়েছেন প্রসন্নকুমার রায়। তদন্তে নেমে সিবিআই আধিকারিকদেরও চক্ষু চড়কগাছে।

#জলপাইগুড়ি: তিন দিন আগেই এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্নকুমার রায়কে। যিনি কিনা সম্পর্কে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ভাগ্নি-জামাই বলেও পরিচিত। থাকতেন টালির চালের ঘরে, আর সেখান থেকেই দিঘা-উত্তরবঙ্গে একাধিক সম্পত্তির মালিক হয়েছেন প্রসন্নকুমার রায়। তদন্তে নেমে সিবিআই আধিকারিকদেরও চক্ষু চড়কগাছে।
সম্প্রতি ডুয়ার্সে সম্পত্তির হদিশ মিলেছে প্রসন্নকুমার রায়ের। রয়েছে বিলাসবহুল রিসর্ট। আর মালিকের গ্রেফতারির পরই চিন্তার ভাঁজ রিসর্টের কর্মীদের কপালে। পেশায় ব্যবসায়ী প্রসন্ন 'মিডিলম্যান' হিসেবে কাজ করতেন বলে অভিযোগ। গোয়েন্দারা খোঁজখবর চালিয়ে প্রসন্নর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন।
মূর্তির রিসর্ট মূর্তির রিসর্ট
advertisement
আরও পড়ুন: 'এবার ওঁর ২ বছরের ছেলেকেও নোটিস দেবে', অভিষেকের পাশে দাঁড়িয়ে মমতার বড় বার্তা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তদন্তকারীরা শ্ৰীদুর্গা ডিলকম (এসডিডি) নামে একটি সংস্থার খোঁজ পেয়েছেন। যার ডিরেক্টর প্রসন্নকুমার রায়। মেটেলি ব্লকের পর্যটনকেন্দ্র মূর্তিতেও ওই কোম্পানির 'রিসর্ট মূর্তি' নামে একটি রিসর্ট রয়েছে। প্রসন্নর গ্রেফতারের খবরে এবার স্বাভাবিকভাবেই চিন্তিত ওই রিসর্টের কর্মীরা।
advertisement
আরও পড়ুন: 'তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি আমার নাম অভিষেক না'
এদিন মূর্তির ওই রিসর্টে গিয়ে কর্মীদের মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। প্রায় ৩ বিঘা জমির ওপর রয়েছে ওই রিসর্ট। কথা প্রসঙ্গে রিসর্ট মূর্তির এক কর্মী বলেন, 'সংবাদমাধ্যম মারফত জানতে পারি যে মালিক নাকি গ্রেফতার হয়েছে। আমরা খুব চিন্তায় আছি। সামনেই পুজো।' তবে প্রসন্ন বাবুকে তারা রিসর্টে আসতে দেখেননি বলে জানান। বর্তমানে ওই রিসর্টের ১২ জন কর্মী আতঙ্কে দিন কাটাচ্ছেন। মূর্তি ছাড়াও ওই কোম্পানির অন্তর্গত লাটাগুড়ি, জলদাপাড়াতেও একাধিক রিসর্ট রয়েছে বলে সূত্রের খবর।
advertisement
রকি চৌধূরী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ডুয়ার্সজুড়ে পার্থ-ঘনিষ্ঠ প্রসন্নর একাধিক রিসর্টের খোঁজ! 'মালিকের' গ্রেফতারির খবরে আতঙ্কে কর্মীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement