'তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি আমার নাম অভিষেক না'
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ করেন অভিষেক। (Abhishek Banerjee)
#কলকাতা: মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ফের একবার সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ছাত্র-যুব সম্প্রদায়কে উজ্জীবিত করার মন্ত্রপাঠ করে অভিষেক এদিন সরাসরি আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে। রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ করেন অভিষেক। অভিষেকের আক্রমণ, 'তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি তাহলে আমার নাম অভিষেক বন্দোপাধ্যায় নয়।'
তাঁর কথায়, 'তৃণমূল কংগ্রেস মানুষের সামনে মাথা নীচু করবে, দিল্লির কাছে নয়। শুভেন্দু অধিকারী বেইমান, গদ্দার, ঘুষখোর। ভাববাচ্যে না বলে সরাসরি অভিষেককে তোলাবাজ বলো। তাহলে হাইকোর্টে নিয়ে যাব ১০ দিনের মধ্যে।' অভিষেকের কথায়, 'এই যে আজকে এত বড় সমাবেশ, দেখবেন আবার চার-পাঁচ দিনের মধ্যেই কিছু একটা করবে। কারণ ওদের রাজনৈতিক ভাবে লড়ার ক্ষমতা নেই। আর আমরা মাথা নত করব না।'
advertisement

advertisement

আরও পড়ুন: বিলকিস বানোর দোষীদের মুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক 'আহিম'-এর, জানুন
অভিষেকের হুঙ্কার, 'কোভিডের কারণে দু'বছর সমাবেশ বন্ধ ছিল। ২১ জুলাইয়ের মতোই রেকর্ড সমাবেশ। ১০-০ গোলে হারাব। মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে লড়াই পরে করবে, আগে তো আমাদের সঙ্গে লড়াই কর। দেশনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি। আজকের সভার আওয়াজে দিল্লি আর গুজরাত যেন কাঁপে।'
advertisement
আরও পড়ুন: পুজো অনুদান কেন, শুনানি শুরু হাই কোর্টে! রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ
অভিষেকের চ্যালেঞ্জ, 'বলছে তৃণমূল কংগ্রেস বেইমানি করছে, কীসের বেইমানি? কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার দেওয়া? বিজেপির অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। সেটাই রাগ ওদের৷ গায়ের জ্বালা এটাই ওদের৷ বাগদার একটা গ্রামে শিশু-সহ মাকে ধর্ষণ করছেন। এটাই মোদি-শাহের নতুন ভারত। এই বিএসএফের নাকের ডগা দিয়ে গোরু পাচার হয়৷ সিআইএসএফ থাকলেও কয়লা পাচার হয়। পাচারের টাকা কেন্দ্রে যায়। এটি স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি।' পাশাপাশি ছাত্র-যুবদের অভিষেকের পরামর্শ, 'শনি-রবিবার ছাত্র-ছাত্রীরা মানুষের বাড়িতে যান। গরীব মানুষের পাশে দাঁড়িয়ে যান। সাহায্য করুন।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 1:54 PM IST