TRENDING:

Jalpaiguri News | Chicken: মুরগি বিক্রিতে জারি নিষেধাজ্ঞা! মাথায় হাত বিক্রেতাদের! জানুন কারণ

Last Updated:

Jalpaiguri News | Chicken: বয়লার ও দেশি মুরগি বিক্রিতে জারি নিষেধ! ভিন রাজ্যে মুরগি পাঠালেই বিপদ। জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ভিন রাজ্যে বয়লার মুরগি এবং সোনালি মুরগি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় বিপাকে বয়লার এবং সোনালি মুরগি চাষিরা। সোনালী মুরগি চাষিরা মুরগি নিয়ে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, তারা এই মুরগি প্রতি পালন করে বিভিন্ন রাজ্যে তা রপ্তানি করে সংসার চালান। তারা বলেন, তাদের এই সোনালি মুরগি এবং বয়লার মুরগি অসমের বিভিন্ন জায়গায় রফতানি করেন তারা কিন্তু হঠাৎ করে অসম সরকার এই রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করায় বিপাকে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গার হাজার হাজার মুরগি ফার্মাররা।
advertisement

তারা আরও জানান বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এবং মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে এই ব্যবসা তারা করেন। এরইমধ্যে এই অবস্থা হলে তারা কি করবেন ভেবেই কুল কিনারা পাচ্ছেন না। তাদের মতে, এই সোনালী মুরগি ৮৯ দিনেই , বাজারের রফতানি করার সময় হয়ে যায়। কিন্তু এই অবস্থায় বাজারের রফতানি করতে না পারায় সমস্যায় পড়ে গিয়েছেন মুরগি চাষিরা।

advertisement

আরও পড়ুন: প্যান-আধারের লিঙ্ক করাতে হয় নাকি? না জানার ফলে যা হচ্ছে! জানুন

আরও পড়ুন: 

View More

যদিও তাদের বক্তব্য, লোকাল মুরগির চাহিদা কম।, স্থানীয় বাজারে এত মুরগি রফতানি সম্ভব নয় তাই তারা বাইরের রাজ্যগুলিতে এই মুরগি রফতানি করে থাকে। যেমন অসম, ত্রিপুরা সহ অন্যান্য জায়গায়। এই ব্যাপারে মুরগি চাষিদের প্রশ্ন করা হলে তারা জানান , তারা জানতে পারেন বাইরে রাজ্যগুলিতে বার্ড ফ্লুর মত সংক্রমণ হয়েছে বলে বাইরের রাজ্যে মুরগি রফতানি বন্ধ করা হয়েছে। এতেই মাথায় হাত মুরগি চাষিদের। বর্তমানে তাদের দাবি, সরকার যদি তাদের দিকে একটু নজর দেন তাহলে ভাল হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News | Chicken: মুরগি বিক্রিতে জারি নিষেধাজ্ঞা! মাথায় হাত বিক্রেতাদের! জানুন কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল