Aadhaar-Pan Linking: প্যান-আধারের লিঙ্ক করাতে হয় নাকি? না জানার ফলে যা হচ্ছে! জানুন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Aadhaar-Pan Linking: প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতেই হবে। যা জানতেন না অনেকেই! এখন মাথায় হাত!
উত্তর ২৪ পরগণাঃ এক সময় যেখানে আধার কার্ড সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণ বিন্যমূল্যে করতে পারতেন সাধারণ মানুষ। সেখানে এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের কাছ থেকে, আর এই নিয়ে সাধারণ নাগরিক পড়েছেন সমস্যায়। চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ না করলে সেই প্যান কার্ড বাতিল বলে ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। এই নির্দেশিকা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ।
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তি করার জন্য উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকে তথ্য মিত্র কেন্দ্র গিয়ে হাজির হন সাধারণ নাগরিক। পাশাপাশি বসিরহাট মহাকুমার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ নেট দুনিয়া থেকে অনেকটাই পিছিয়ে। সরকারি নির্দেশিকাকে অনেকে অবহেলা আবার অনেকে নির্দেশিকা ভালোভাবে না জানার কারণে প্যান কার্ড আধার লিঙ্ক করতে পারেননি।
advertisement
advertisement
প্রত্যেক বাড়িতেই প্রায় দু তিনটি ব্যাংক একাউন্ট আছে এবং তার জন্য করতে হয়েছে প্যান কার্ড। আর যার জেরে প্যান কার্ড ও আধার কার্ড সংযুক্তিকরণ করতে সাইবার ক্যাফে গেলে ১০০০ টাকা ফাইন গুনতে হবে শুনে অনেকেরই চক্ষু চড়ক! অনেকেই প্যান কাড ও আধার কার্ড সংযুক্তিকরণ না করেই বাড়িতে চলে যাচ্ছেন। আবার অনেক জায়গায় লম্বা লাইন পড়ছে।
advertisement
এক সময় যেখানে আধার কার্ড সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণ বিন্যমূল্যে করতে পারতেন। প্যান ও আধার কার্ড লিংকের জন্য ২০২২ সালে ৩১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত ৫০০ টাকা ছিল। ৩০ জুনের পর থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত প্যান আধার কার্ডের সঙ্গে লিং করতে এক হাজার টাকা লাগছে। ৩১ মার্চের আগে লিংক না করালে সেই প্যান কার্ড বাতিল ঘোষণা করা হবে কিংবা আরও মোটা অঙ্কের টাকা ফাইন দিতে হবে। আর এই নিয়ে রীতিমতো আমজনতা ক্ষোভে ফেটে পড়েন প্রান্তিক মানুষ।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 8:00 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Aadhaar-Pan Linking: প্যান-আধারের লিঙ্ক করাতে হয় নাকি? না জানার ফলে যা হচ্ছে! জানুন