South 24 Parganas News: নিয়ম করে পুজো করতেন ব্যক্তি! শীতলা মন্দিরে কাঁসর ঘণ্টা বাজাতেই ঘটল চরম সর্বনাশ!
- Published by:Piya Banerjee
Last Updated:
South 24 Parganas News: নিয়ম করে রোজ পুজো করতেন! কিন্তু কে জানত শীতলা মন্দিরেই অপেক্ষা করছে সব থেকে বড় সর্বনাশ! জানুন
জয়নগর: শীতলা মন্দিরের বাদ্যযন্ত্র বাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল শচীন নস্কর নামে ৫৩ বছরের এক ব্যক্তির। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জয়নগর থানা এলাকা বানেশ্বরপুর গ্রামে। জয়নগর থানা এলাকার হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বানেশ্বরপুর গ্রামে বাসিন্দা শচীন নস্কর স্থানীয় একটি শীতলা মন্দিরের বাদ্যযন্ত্র আছে প্রতিদিন ই তিনি সেই বাদ্যযন্ত্রটি বাজানোর জন্য চালু করেন। সেইমতো আজও তিনি বাদ্যযন্ত্রটি চালু করতে গিয়ে। শচীন বাবু হাতে একটি লোহার বালা ছিল সেই বালাতে হঠাৎই বিদ্যুৎ সংযোগ আটকে যায়। তড়িঘড়ি তাকে এলাকার স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা শচীন নস্করের এই মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না। তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। এলাকায় নেমে আসে চোখের ছায়া।এই ঘটনার খবর পেয়ে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে গিয়ে পৌঁছায় জয়নগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।য
advertisement
advertisement
মৃতের পরিবারের এক সদস্য তিনি জানান। উনি প্রথম থেকে ঠাকুরের খুব সেবা যত্ন করেন। প্রতিদিনের রুটিন ছিল ওর মন্দির পরিষ্কার করা এবং একটি বাদ্যযন্ত্র আছে সেটাকে চালিয়ে দেওয়া। সেই মতো আজও গিয়েছিল কোনওভাবে বিদ্যুতে হাত লেগে মৃত্যু হয়েছে।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 7:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নিয়ম করে পুজো করতেন ব্যক্তি! শীতলা মন্দিরে কাঁসর ঘণ্টা বাজাতেই ঘটল চরম সর্বনাশ!