সেই থেকেই এই দিনটিকে হেরা পঞ্চমী বলা হয়। জগন্নাথ দেবের বিশেষ পুজো অর্চনা করা হয়ে থাকে এ উপলক্ষে। রথের পরবর্তীতে এই উৎসব হয়ে থাকে।জলপাইগুড়ি ও তার ব্যতিক্রম নয়। এমনটাই বলে জানালেন পূজারী ব্রজগোপাল দাস।
আরও পড়ুন - East Bardhaman News: কন্যাশ্রীদের উদ্বুদ্ধ করতে পথ নাটিকা পাল্লা রোড গার্লস হাই স্কুলে
advertisement
অপরদিকে সুদূর আমেরিকা থেকে আগত মহা প্রভুর শিষ্য নন্দানন্দন দাস এই বিশেষ দিনটির ব্যাখ্যা করে জানান, এই হেরা পঞ্চমীতে কৃষ্ণের ষোলো হাজার আটমৈষি কৃষ্ণের খোঁজে লাঠি নিয়ে বৃন্দাবনে এসে ছিল আর তাদের ফুল ছুঁড়ে পরাজিত করে বৃন্দাবনে থাকা মহা প্রভুর সতীর্থরা।
এই তিথিকে সামনে রেখে লক্ষ্য করা গেল বিশেষ পুজো ও ভক্তদের আনাগোনা। পাশাপাশি বিভিন্ন আচারের পর প্রভুর প্রসাদ দেওয়া হল আগত ভক্তদের। সকলে আনন্দের সঙ্গে সামিল হন এই জগন্নাথ দেবের আরাধনায়।
গীতশ্রী মুখার্জি