Phoolbagan Murder: প্রকাশ্য রাস্তায় স্বামী ছুরি মারলেন বউয়ের ঘাড়ে! রক্তে ভেসে লুটিয়ে পড়লেন স্ত্রী

Last Updated:

খুন করে থানায় গিয়ে খুনের কথা স্বীকার স্বামীর! তদন্তে ফুলবাগান থানা 

Phoolbagan Murder: Husband kills wife and surrender to police
Phoolbagan Murder: Husband kills wife and surrender to police
#কলকাতা: দাম্পত্য কলহ রোজই লেগেছিল বাঁকুলি পরিবারে, প্রতিবেশীদের কাছে নতুন না হলেও মঙ্গলবার রাতের ঘটনায় হতবাক কাঁকুড়গাছি মেইন রোড় এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকেই রোজের মতই অশান্তি চলছিল উত্তম ও বেরির মধ্যে,  সন্ধ্যার পরে প্রায় আটটা নাগাদ চরমে পৌছায় স্বামী ও স্ত্রীয়ের মধ্যে ঝগড়া। মুহূর্তের মধ্যে ঝগড়া করতে করতে রাস্তায় বেরিয়ে আসে উত্তম ও বেরি।
কাঁকুড়গাছি মেইন রোড় এলাকার  গীতা স্টোর্স নামে একটি দোকানের সামনে শুরু হয় তুমুল ঝগড়া। প্রতিবেশীদের কাছে একটু অবাক বিষয় হলেও কান দেননি কেউ। হঠাৎ করে স্ত্রীয়ের চিৎকারে তাল কাটে কাঁকুড়গাছি মেইন রোড়ের বাসিন্দাদের। স্থানীয়রা ছুটে এসে দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বেবি বাঁকুলি।
advertisement
advertisement
তার ডান দিকে ঘাড়ের কাছে রক্ত বেরচ্ছ গলগল করে। উত্তম বাঁকুলি বেবির স্বামীর হাতে একটি ধারালো ছুরি। এই ঘটনা দেখে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
advertisement
এই কাণ্ডের কথা ফোন করে ফুলবাগান থানায় জানায় বেবির ছেলে অভিষেক বাঁকুলি। তার মধ্যেই বেবি বাঁকুলিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এইদিক বেরিব স্বামী উত্তর বাঁকুলি থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ অফিসারকে জানান সে তার স্ত্রীকে খুন করেছেন। খুনের পর আত্মসমর্পণের কথা বলার সময় ধারানো ছুড়িও পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্ত স্বামী উত্তম। এদিকে এই ঘটনার সমস্ত তথ্য পুলিশ আধিকারিকের কাছে জানাতে গিয়ে উত্তম বলেন, খুনের পর সে কীটনাশক খেয়ে আত্মঘাতী হতে চেয়েছিলেন নিজেই তাই কীটনাশক খেয়েছেন তিনি।
advertisement
তৎক্ষণাৎ পুলিশ কর্মী বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ উত্তমকে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর এখন উত্তম বাঁকুলির শারীরিক অবস্থা স্থিতিশীল। স্থানীয় সূত্রে খবর বেবি সামান্য কাজ করলেও উত্তম কোন কাজই করতেন না। অশান্তি ছিল তাদের নিত্যদিনের। ফুলবাগান থানা অফিসার উত্তমের জবানবন্দী নেবার পাশাপাশি জানতে চায় নিছকই দাম্পত্য কলহ না অন্য কোন কারন এর এই খুনের নেপথ্যে।
advertisement
Input- Susovan Bhattacharjee, Arpitt Hazra 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Phoolbagan Murder: প্রকাশ্য রাস্তায় স্বামী ছুরি মারলেন বউয়ের ঘাড়ে! রক্তে ভেসে লুটিয়ে পড়লেন স্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement