তিস্তা পাড়ে জলে ভেজা পলি, ঘাটে বাধা নৌকো, ঝোরে যাওয়া কাঁশ এর মাঝে শিশির বিন্দুর মাঝে উঁকি দেয় সদ্য ফোটা লজ্জাবতী ফুল, কিছুদিন আগেও ভয়ঙ্করী তিস্তার বুক আজ শান্ত, শলার ভেলায় ভেসেই চলছে পারাপার। শহরের জনপদ ও কুয়াশার চাদরে মোরা শান্ত, লৌহ পাতে জমে থাকে শিশিরের জল কণা।
আরও পড়ুন - Weather Update: হিমালয় সংলগ্ন এলাকায় তুষারপাত, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! আবহাওয়ার লেটেস্ট তুলকালাম আপডেট
advertisement
আরও পড়ুন - জাপানি বুলেট ট্রেনে মজে, বন্দে ভারত এক্সপ্রেসের দম জানেন, কামাল করছে ভারতে তৈরি ‘বুলেট’
তার মধ্যে দিয়েই শুরু হয় কর্মব্যা স্ততা, শীতের আমেজ গায়ে মেখে রাজপথে ছুটে চলে সংবাদ পত্র বিক্রেতা, তবে ঋতুর এই পরিবর্তন যেন মনে জোগায় বাড়তি উচ্ছাস। পেপার বিক্রেতা নানু ঘোষ জানান সাতসকালে শহর জলপাইগুড়িটা সাদা মোরা চাদরের ঢেকে গিয়েছে। কারণ বিগত কিছুদিনের বৃষ্টির কারণে এই কুয়াশায় শহর জলপাইগুড়ি সাদা মোরা চাদরে ঢুকেছে। একটু চাহিদা পেপারের বেড়েছে হতে চায়ের কাপ আর পেপার পড়তে ব্যস্ত মানুষ সাতসকালে হালকা শীতের যেতে উঠেছে শহরে মানুষরা।
আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি হয়েছে বেশ কিছুদিন ধরে । যার জেরে সকাল থেকে হালকা কুয়াশা উওরবঙ্গে একাধিক জেলায়। এরপর বৃষ্টি থামলেও, আকাশের মুখ ভার থাকে। পূর্বাভাস অনুযায়ী, এটাই নাকি শীতের আগমন বার্তা।
Surajit Dey