এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালুরঘাট এর মহকুমা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান, এমসি আইসি বালুরঘাট সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। গোটা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এখানে আসেন। জেলা সম্পাদক দিবাকর মন্ডল জানান, এই ধরনের প্রতিযোগিতা গুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের তাইকোন্ডো স্কিল ডেভেলপমেন্ট সম্ভব এবং এভাবেই ধীরে ধীরে উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে ও পরবর্তীতে জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে পুরস্কার আনার সম্ভাবনা আরও প্রবল হবে।
advertisement
আরও পড়ুনঃ ডুয়ার্সে পালিত হল এভারেস্ট দিবস
অন্যদিকে গোল্ড মেডেল জয়ী জলপাইগুড়ির মেয়ে বিপাসা রায় বলেন, খুবই ভালো লাগছে। এ বার সোনা পেয়েছি। আগামী দিনে আরো ভালো প্র্যাক্টিস করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য যাতে আনতে পারি সেই ভাবে চেষ্টা করে যাব। এই প্রতিযোগীতায় জলপাইগুড়ি ম্যানেজার সঞ্জয় চক্রবর্তী বলেন, বিগত কিছুদিন ধরেই জলপাইগুড়ি জেলা শুধু জেলা স্তরেই না, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য নিয়ে আসছে।
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে পালন করা হল বিশ্ব তামাক বিরোধী দিবস
এর আগেও একাধিকবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তাইকোন্ডো আসোসিয়েশনের ছাত্রছাত্রীরা নানা পদক জিতে বহু সাফল্য এনেছে।এবার তারই মুকুটে নতুন পালক যুক্ত হল। এখানকার ছেলেমেয়েরা মোট ১৪ টি সোনা, ৫ টি রুপো ও ৩ টি ব্রোঞ্জ পদক জিতেছে। এতে আমরা সকলেই খুব খুশি। আগামীতে তারা আরো অনেক দূর এগিয়ে যাবে আশা রাখি।
Geetashree Mukherjee