Jalpaiguri: জলপাইগুড়িতে পালন করা হল বিশ্ব তামাক বিরোধী দিবস
Last Updated:
আজ ৩১ মে। তামাক বিরোধী দিবস।আর এই দিনটিকে আজ পালন করা হলো জলপাইগুড়ি জেলা হাসপাতালে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দিনটি পালন করা হল।
জলপাইগুড়ি: আজ ৩১ মে। তামাক বিরোধী দিবস।আর এই দিনটিকে আজ পালন করা হলো জলপাইগুড়ি জেলা হাসপাতালে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দিনটি পালন করা হল। আজ এই কর্মসূচীতে জানানো হয়, শুধুমাত্র তামাক সেবনের জন্যই প্রতি বছর সারা বিশ্বে অনেক মানুষের মৃত্যু হয়। তামাক সেবনের ক্ষতিকারক, মারাত্মক প্রভাব তুলে ধরার জন্যই তামাক বিরোধী দিবস পালন করে জলপাইগুড়ি স্বাস্থ্য দফতর। পাশাপাশি, সংশ্লিষ্ট আইনি বিষয় গুলি তুলে ধরা হয় এন সি ডি এর তরফে। আজ শহরে বিভিন্ন জায়গায় ট্যাবলোর মাধ্যম সচেতনতা বার্তা দিয়ে প্রচারেরও উদ্যোগ নেয়।
এই কর্মসূচীতে আলোচনা হয়, চলতি বছর তামাক বিরোধী দিবসের থিম পরিবেশ রক্ষা। প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে, তামাক সেবনের ফলে মারাত্মক ক্ষতি হতে পারে। ফলে প্যাসিভ স্মোকার বা পরোক্ষ ধূমপায়ীদের অবহেলা করা যাবে না।
আরও পড়ুনঃ জেলা জুড়ে ডেঙ্গু সংক্রমণ বাড়ায় জ্বরে আক্রান্তদের ওপর নজরদারি
ধূমপানের মারাত্মক প্রভাব শুধুমাত্র প্রত্যক্ষ ধূমপায়ীদের নয়, একইসঙ্গে পরোক্ষ ধূমপায়ীদের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তারা পরিবেশকে সুস্থ রাখার জন্য যেসব জায়গায় তামাক সেবন করে সেসব পুলিশের সহযোগিতায় তারার দন্ডনীয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডুয়ার্সে পালিত হল এভারেস্ট দিবস
সেসব জায়গায় তারা সচেতনতা বার্তা দিয়ে আসেন। তামাক সেবন বর্জন এর মাধ্যমে পরিবেশকে সুস্থ করে তোলার কথা বলা হয়। একটা সিগারেটের সেবন করলে নিজের ক্ষতির পাশাপাশি পরিবেশের ক্ষতির কথা তুলে ধরা হয়। আজ এই কর্মসূচীতে হাজির ছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা
advertisement
Geetashree Mukherjee
Location :
First Published :
May 31, 2022 8:51 PM IST